হোম > অপরাধ > ঢাকা

চলন্ত বাসে ছুরিকাঘাতে হত্যা: পাঁচ আসামি কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর আসাদগেটে চলন্ত বাসে রাব্বি হোসেন নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে করা মামলায় পাঁচ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

আসামিরা হলেন জিতু, জসিম, মোস্তফা, জুবায়ের ও রাব্বি। দুই দিনের রিমান্ড শেষে তাঁদের তদন্ত কর্মকর্তা আদালতে হাজির করেন। কারাগারে আটক রাখার প্রার্থনার পরিপ্রেক্ষিতে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত বৃহস্পতিবার তাঁদের রিমান্ডে নেওয়া হয়। বুধবার এই পাঁচজনসহ সাতজনকে আদালতে পাঠানো হয়। ওই দিন ফারুক নামে এক আসামি স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেন। অপর একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে সংশোধনাগারে পাঠানো হয়। 

গাজীপুরে টিকটকারদের পুল পার্টি শেষে ঢাকায় ফেরার পথে রাত আটটার দিকে রাজধানীর আসাদগেটে বাস পৌঁছানোর পর গাঁজা সেবন ও ইভটিজিংকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি পরে হাতাহাতি হয়। সিনিয়র গ্রুপের রাব্বি ছুরি নিয়ে জুনিয়রদের দিকে তেড়ে যান। জুনিয়ররা চাকুটি কেড়ে নিয়ে তাকেসহ আরেকজনকে ছুরিকাঘাতে আহত করে। পরে রাব্বিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন রাতে মারা যান। শাওন নামে আহত অন্যজনের অবস্থা স্থিতিশীল। 

এ ঘটনায় বুধবার রাজধানীর শেরেবাংলা নগর থানার মামলা করা হয়। পরে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার