হোম > সারা দেশ > ঢাকা

ফতুল্লায় আগুনে পুড়ল ঝুটের গুদাম ও গেঞ্জির কারখানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় জুটের গুদাম ও গেঞ্জি কাপড়ের ছাপাখানায় অগ্নিকাণ্ড। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের ফতুল্লায় অগ্নিকাণ্ডে ঝুটের গুদাম ও গেঞ্জি কাপড়ের ছাপাখানা পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লার সস্তাপুর হজরত শাহের মাজারসংলগ্ন ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়লে পাশের গেঞ্জির ছাপাখানাটি পুড়ে যায়।

আগুন নেভাতে আসা স্থানীয় বাসিন্দারা জানান, রাতে হঠাৎ হৃদয় আহমেদের মালিকানাধীন ঝুটের গুদামে আগুন দেখা যায়। পরে আশপাশের বাড়িঘরের লোকজন এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষণে তা ছড়িয়ে যায় পাশের ইমরান মিয়ার গেঞ্জির ছাপাখানায়। শেষে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, খবর পেয়ে মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঝুটের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে ঠিক কী কারণে মধ্যরাতে আগুন লাগল, তা জানা যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না।

হাদি সিঙ্গাপুরে, হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ