হোম > অপরাধ > ঢাকা

মধ্যরাতে গোপনে বাল্যবিবাহ, কাজী ও কনের পিতার কারাদণ্ড

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে বাল্যবিবাহের অপরাধে কাজী ও কনের পিতাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের মাধুশাল গ্রামে এ ঘটনা ঘটে।

উপজেলার মাধুশাল গ্রামের বাবুল মিয়ার মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রী রিমি আক্তারকে (১৪) গত বৃহস্পতিবার মধ্যরাতে পরিবার গোপনে উপজেলার হাতিরদীয়া এলাকার এক প্রবাসীর সঙ্গে বিয়ের আয়োজন করে। খবর পেয়ে মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম কাসেম সেখানে যান। তখন ঘড়ির কাঁটায় রাত ১২টা পার। বিয়ের কাজ সম্পন্ন করে বরপক্ষের লোকজনও চলে গেছে। কিন্তু বিষয়টি রিমির পিতা, বাড়ির লোকজনসহ এলাকার নিকাহ রেজিস্ট্রার সবাই অস্বীকার করেন।

এ অবস্থায় আদালত তাঁদের হাতে থাকা বিয়ের অনুষ্ঠানের ভিডিও ফুটেজ প্রমাণ হিসেবে তুলে ধরলে সব স্বীকার করেন তাঁরা। ঘটনাটি প্রমাণিত হওয়ার পর ভ্রাম্যমাণ আদালত মেয়ের পিতা বাবুল মিয়া ও নিকাহ রেজিস্ট্রার আলফাজ উদ্দীনকে বাল্যবিবাহ নিরোধ আইনে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। পরে আদালত বরের হাতিরদীয়া গ্রামের বাড়িতে যান। কিন্তু খবর পেয়ে আগেই তাঁরা সরে পড়েন।

এ বিষয়ে মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম কাসেমের সঙ্গে যোগাযোগ করা হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেন তিনি। 

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব