হোম > অপরাধ > ঢাকা

মধ্যরাতে গোপনে বাল্যবিবাহ, কাজী ও কনের পিতার কারাদণ্ড

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে বাল্যবিবাহের অপরাধে কাজী ও কনের পিতাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের মাধুশাল গ্রামে এ ঘটনা ঘটে।

উপজেলার মাধুশাল গ্রামের বাবুল মিয়ার মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রী রিমি আক্তারকে (১৪) গত বৃহস্পতিবার মধ্যরাতে পরিবার গোপনে উপজেলার হাতিরদীয়া এলাকার এক প্রবাসীর সঙ্গে বিয়ের আয়োজন করে। খবর পেয়ে মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম কাসেম সেখানে যান। তখন ঘড়ির কাঁটায় রাত ১২টা পার। বিয়ের কাজ সম্পন্ন করে বরপক্ষের লোকজনও চলে গেছে। কিন্তু বিষয়টি রিমির পিতা, বাড়ির লোকজনসহ এলাকার নিকাহ রেজিস্ট্রার সবাই অস্বীকার করেন।

এ অবস্থায় আদালত তাঁদের হাতে থাকা বিয়ের অনুষ্ঠানের ভিডিও ফুটেজ প্রমাণ হিসেবে তুলে ধরলে সব স্বীকার করেন তাঁরা। ঘটনাটি প্রমাণিত হওয়ার পর ভ্রাম্যমাণ আদালত মেয়ের পিতা বাবুল মিয়া ও নিকাহ রেজিস্ট্রার আলফাজ উদ্দীনকে বাল্যবিবাহ নিরোধ আইনে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। পরে আদালত বরের হাতিরদীয়া গ্রামের বাড়িতে যান। কিন্তু খবর পেয়ে আগেই তাঁরা সরে পড়েন।

এ বিষয়ে মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম কাসেমের সঙ্গে যোগাযোগ করা হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেন তিনি। 

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক