হোম > অপরাধ > ঢাকা

মিরপুরে কিশোর সিয়াম হত্যা মামলায় গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মিরপুরের দারুস সালাম থানার লালকুটি এলাকায় স্কুলশিক্ষার্থী কিশোর সিয়াম (১৪) হত্যা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শান্তনুর হোসেন রুবেল ওরফে পটেটো রুবেল (২৭) ও মসিউর রহমান রকি (২৮)।

গতকাল শুক্রবার র‍্যাব-৪ সাভারে ও র‍্যাব-৮ বরিশালের বাকেরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। 

আজ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৪-এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) মাজহারুল ইসলাম।

তিনি জানান, গত ২১ মে রাতে রাজধানীর দারুস সালাম থানার লালকুটি এলাকায় দুর্বৃত্তরা স্কুলছাত্র সিয়ামকে একা পেয়ে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র চালিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত সিয়ামের মা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

গ্রেপ্তার আসামিরা জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে উল্লেখ করে মাজহারুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিরা রাজধানীর দারুস সালাম লালকুটি এলাকায় সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের লিডার। তাঁরা এলাকায় হত্যা, ডাকাতি, চুরি-ছিনতাইসহ একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত। তাঁদের বিরুদ্ধে থানায় হত্যা, ডাকাতি, চুরি-ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান মাজহারুল ইসলাম।

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন