হোম > অপরাধ > ঢাকা

পাংশায় ৬ মাসের শিশুর রহস্যজনক মৃত্যু

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা উপজেলায় আব্দুল নামে ৬ মাস বয়সী এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে পারিবারিক কলহের কারণে শিশুটিকে গলা টিপে হত্যা করেছে তার মা। তবে পুলিশ বলছে এটি হত্যা না স্বাভাবিক মৃত্যু তা নিশ্চিত হওয়া যায়নি।

গতকাল সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ডাঙ্গীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মিম ওই গ্রামের আল আমিনের স্ত্রী।

জানা গেছে, গত দুই বছর আগে আল আমিনের সঙ্গে মিমের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাঁদের মধ্যে ঝগড়া লেগেই ছিল। কিছুদিন আগে বাবার বাড়ি গিয়ে আল আমিনের বিরুদ্ধে কুষ্টিয়া আদালতে একটি যৌতুক মামলা করেন মিম। পরে আদালতের মাধ্যমে বিষয়টি মীমাংসা হলে স্বামীর বাড়িতে ফিরে আসেন তিনি। ফিরে আসার পরেও তিনবার স্বামীর সঙ্গে ঝগড়া করে বাবার বাড়ি চলে যায়। পরবর্তীতে আবারও ফিরে এসে সংসার করতে থাকে।

নিহত শিশুর দাদা হাবিবুর প্রামাণিক বলেন, সকালে বাড়ির সবাই বাহাদুরপুর চরে আখ ক্ষেতে কাজ করতে যাই। বিকেল তিনটার দিকে খবর পাই আমার নাতি আব্দুল মারা গেছে। সকালে আমার নাতিকে সুস্থদেখে গেছি। আমার ছেলের বৌয়েই নাতিকে হত্যা করেছে।

আব্দুলের বাবা আল আমিন বলেন, আমার স্ত্রী বিভিন্ন সময় আমাকে এবং আমার ছেলেকে দেখে নেবে বলে হুমকি দিতো। সেই বোধহয় আমার ছেলেকে হত্যা করেছে। অভিযুক্ত মিম ঘটনার পর থেকে অসুস্থ থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ ঘটনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা ও পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা আজকের পত্রিকাকে বলেন, `এটি হত্যা না স্বাভাবিক মৃত্যু তা নিশ্চিত হওয়া যায়নি। নিহতের বাবা-মা ও দাদা-দাদীকে জিজ্ঞাস্বাবাদ করা হবে। তাদের বক্তব্যের ওপর ভিত্তি করে প্রয়োজনীয় ব্যবস্থ গ্রহণ করা হবে।' 

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি