হোম > অপরাধ > ঢাকা

ডাচ্‌-বাংলার আরও ৫৮ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর উত্তরায় ছিনতাই হওয়া ডাচ্‌-বাংলা ব্যাংকের সোয়া ১১ কোটি টাকার মধ্যে আরো ৫৮ লাখ ৭ হাজার টাকা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

ডিবির প্রধান মোহাম্মদ হারুন-অর-রশীদ জানান, এ ঘটনায় আজ মঙ্গলবার (১৪ মার্চ) সকাল পর্যন্ত রাজধানীর কড়াইল বস্তির বউবাজার, নেত্রকোনা ও খুলনা থেকে আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন আকাশ, মিলন ও হৃদয়।

দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এ ঘটনায় মাস্টারমাইন্ড আকাশ ও সোহেল রানা নামে দুজন। এর মধ্যে আকাশকে গ্রেপ্তার করা হয়েছে। সোহেলকে গ্রেপ্তার করা গেলে ঘটনার পুরোটা নিশ্চিত হওয়া যাবে।’

পুলিশের এই কর্মকর্তা জানান, ৯ মার্চ ঘটনার দিনই উদ্ধার করা হয় ৩ কোটি ৮৯ লাখ ৫০ হাজার টাকা। পরে ১১ মার্চ রাতে আরো ২ কোটি ৫৩ লাখ ৯৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। সেই সঙ্গে জড়িত অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়।

সব মিলে ডাচ্‌-বাংলা ব্যাংকের ছিনতাই হওয়া মোট ৭ কোটি ১ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা উদ্ধারের পাশাপাশি ১১ জন গ্রেপ্তার হয়েছে বলে জানান হারুন-অর-রশীদ।

মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

শরীয়তপুরে ব্যবসায়ীর শরীরে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা, গ্রেপ্তার ৩

উড়ালসড়কে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

বসুন্ধরায় আইনজীবী হত্যার প্রতিবাদে মানববন্ধন

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

সেই আবেদ আলীর সহযোগী জাকারিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সচিবালয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

বিএনপির প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমাণ ৩২ কোটি, মামলা রয়েছে ৭৩টি

পেঁপে ভাজি খাইয়ে অজ্ঞান করে বাসায় চুরি, রাজধানীতে গৃহকর্মীসহ গ্রেপ্তার ২

মোবাইল ব্যবসায়ীদের লাঠিপেটা করে সড়ক থেকে সরিয়ে দিল পুলিশ