হোম > অপরাধ > ঢাকা

মানিকগঞ্জে ধান কাটা শ্রমিককে গলা কেটে হত্যা

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়ায় পূর্ব শত্রুতার জেরে আরিফ হোসেন নামের এক ধান কাটা শ্রমিককে গলা কেটে হত্যা করেছেন আরেক শ্রমিক হৃদয় হোসেন মানিক। আজ সোমবার দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের দ্বিমুখা গ্রামের এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দুই শ্রমিককে আটক করেছে। নিহত আরিফের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নের পারুরিয়া গ্রামে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দ্বিমুখা গ্রামের ইউসুফ আলী নামের এক ব্যক্তি মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ধান কাটার জন্য গত বৃহস্পতিবার তিনজন শ্রমিক বাড়িতে নিয়ে আসেন। এদের সবার বাড়ি মানিকগঞ্জের দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে।

আজ সোমবার সকালের খাবার খেয়ে শ্রমিক হৃদয় হোসেন মানিক, বাবুল ও আরিফ হোসেন ধান কাটতে মাঠে যায়। দুপুরে ধান খেতের পাশে একটি মেশিন ঘরে তাঁরা তিনজন মিলে বিশ্রাম নিতে যান। এ সময় পূর্বশত্রুতার জেরে হৃদয় হোসেন মানিক আরিফ হোসেনের গলায় ধান কাটার ধারালো কাস্তে চালিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই আরিফের মৃত্যু হয়। 

পরে স্থানীয়রা হৃদয় হোসেন মানিক ও বাবুলকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ হৃদয় হোসেন মানিক ও বাবুলকে আটক করে এবং আরিফের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ছাড়া বাড়ির মালিক ইউসুফ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। 

শ্রমিক হৃদয় হোসেন মানিক শ্রমিক আরিফ হোসেনকে হত্যার বিষয়টি স্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘আরিফ হোসেন কবিরাজি করে আমার স্ত্রীকে ভাগিয়ে নিয়ে যায়। এ ছাড়া সে এলাকার অনেক মেয়ের ক্ষতি করেছে। এ জন্য তাঁকে হত্যার পরিকল্পনা আমি অনেক আগে থেকেই করি। কিন্তু সুযোগ না পেয়ে শ্রমিক হিসেবে এক সাথে কাজ করতে এসে তাঁকে কাস্তে দিয়ে জবাই করে হত্যা করি।’

এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আশরাফুল আলম বলেন, পূর্ব শত্রুতার কারণে আরিফ নামের এক শ্রমিকের হত্যার ঘটনা ঘটেছে। দুজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করা হবে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন