হোম > অপরাধ > ঢাকা

বাবার ছুরির আঘাতে ছেলে খুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারিবারিক কলহের জের ধরে পিতার ছুরির আঘাতে সজীব মোল্লা (১৯) নামের এক যুবক নিহত হয়েছেন বলে জানা গেছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ছোট দড়িকান্দি এলাকায় এই ঘটনা ঘটেছে।

এ ঘটনায় অভিযুক্ত নিহত সজীব মোল্লার বাবা একই এলাকার সেলিম মোল্লা। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ বলছে, মঙ্গলবার দুপুরে পারিবারিক কলজের জের ধরে সেলিম মোল্লার সঙ্গে তাঁর প্রথম স্ত্রীর ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে সেলিম তাঁর স্ত্রীকে মারধর করে। এতে ক্ষিপ্ত হয়ে প্রথম স্ত্রীর সন্তান সজীব তাঁর বাবা সেলিমের পায়ে ছুরি দিয়ে আঘাত করেন। পরে সেলিম তার ছেলের হাত থেকে ছুরি কেড়ে নিয়ে সজীবের পেটে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সজীবের।

এই বিষয়ে ভূলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে সেলিম পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। এই ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।’ 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন