হোম > অপরাধ > ঢাকা

অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাহেদের বিরুদ্ধে অভিযোগ গঠন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অবৈধ সম্পদ অর্জনের মামলায় রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ সাহেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক নজরুল ইসলাম অভিযোগ গঠন করেন। 

অভিযোগ গঠনের সময় সাহেদকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সাহেদের পক্ষে অ্যাডভোকেট দবির উদ্দিন তাঁকে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। আদালত উক্ত আবেদন নামঞ্জুর করেন। সাহেদের পক্ষে করা জামিনের আবেদনও নামঞ্জুর হয়। 

সাহেদের আরেক আইনজীবী দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সাহেদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচার কার্যক্রম শুরু হলো।’ 

আদালত অভিযোগ গঠন করে মামলার বাদীকে আগামী ধার্য তারিখে সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে হাজির হতে নির্দেশ দেন। তারিখ পরে দেওয়া হবে বলে আদালত জানান। 

ঘটনার বিবরণে জানা যায়, বিভিন্ন প্রতারণার অভিযোগে সাহেদ গ্রেপ্তার হওয়ার পর ওই সব মামলা তদন্ত করতে গিয়ে অর্থ পাচারের বিভিন্ন অভিযোগ পাওয়া যায়। অর্থ পাচারের মামলা তদন্ত করতে গিয়ে সাহেদের অবৈধ সম্পদের তথ্য পাওয়া যায়। 

পরে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান করে সাহেদের মালিকানাধীন রিজেন্ট ডিসকভারি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যাংক হিসাবে ১ কোটি ৬৯ লাখ ১৭ হাজার ৫১৩ টাকার তথ্য পায়। এটি আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ এবং অবৈধভাবে অর্জিত টাকা। 

এ ঘটনায় দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ তালুকদার বাদী হয়ে দুদকের সমন্বিত কার্যালয় ঢাকা-১-এ মামলা দায়ের করেন। বাদী নিজেই তদন্ত করে গত ২ জানুয়ারি অভিযোগপত্র দাখিল করেন। 

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল