হোম > অপরাধ > ঢাকা

রাজধানীতে তল্লাশির নামে সয়াবিন তেলসহ ট্রাক ছিনতাইয়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বসুন্ধরা এলাকার ৩০০ ফিট এলাকায় তল্লাশির নামে ট্রাক থামিয়ে চালককে অপহরণ ও সয়াবিন তেলসহ ট্রাক ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ট্রাকটিতে ৬০টি ড্রামে ১ লাখ ১ হাজার ১০০ লিটার সয়াবিন তেল ছিল বলে জানা গেছে।

সয়াবিন তেলসহ ট্রাক ছিনতাইয়ের এই অভিযোগ এনেছেন সাভারের নামাবাজার এলাকার শাহিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শামীম আহমেদ। 

ব্যবসায়ী শামীম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ সিটি গ্রুপের মিল থেকে সয়াবিন তেল নিয়ে ময়মনসিংহের ভালুকা নারিশিড মিলে যাচ্ছিল ট্রাকটি। পথে রাজধানীর বসুন্ধরা ৩০০ ফিট এলাকায় কমিউনিটি পুলিশের জ্যাকেট পরিহিত একটি দল তল্লাশির নামে ট্রাকটি থামায়। ট্রাক থামানোর পর চালক মো. বাবুলকে গাড়ির কাগজপত্র দেখাতে বলে তারা। চালক কাগজপত্র দেখাতে গাড়ি থেকে নামলে তাঁকে জোর করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়। পরে চালককে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় মুখ বাঁধা অবস্থায় ফেলে যায় অপহরণকারীরা। 

শামীম আরও জানান, সাভার নামা বাজার এলাকায় শাহিন এন্টারপ্রাইজ নামে তাঁদের একটি পাইকারি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠান থেকে সিটি গ্রুপের মিল থেকে ১ লাখ ১ হাজার ১০০ লিটার সয়াবিন তেল নিয়ে চালক বাবুল ট্রাকটি নিয়ে ময়মনসিংহের ভালুকা নারিশিড এলাকায় যাচ্ছিলেন। গাড়িতে চালক একাই ছিলেন। তাঁর কোনো সহযোগী ছিল না। 

এ বিষয়ে রাজধানীর ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, ‘আমরা এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। আর ৩০০ ফিটের একটি অংশ খিলক্ষেত থানায় পড়েছে। তারা বিষয়টি জানতে পারে।’ 

এ বিষয়ে জানতে খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থল রূপগঞ্জ থানা এলাকায় পড়েছে কি না, সেটাও দেখতে হবে। 

এদিকে এ ঘটনায় মামলা দায়ের করতে সাভার থেকে শামীম আহমেদ ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন বলে জানিয়েছেন।

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১