ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় অবৈধভাবে ওএমএসের ৭২ বস্তা চাল ও ১০২ বস্তা আটা বিক্রির উদ্যেশ্যে নেওয়ার পথে ট্রাকসহ জব্দ করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা সার্কেল) সুমন কর এ তথ্য নিশ্চিত করেছেন।
সহকারী পুলিশ সুপার (এএসপি) সুমন কর বলেন, রোববার দিবাগত গভীর রাতে উপজেলার কুসুমদি নামক এলাকা থেকে ওই চাল ও আটা জব্দ করা হয়। এ সময় ট্রাকচালক ও এর সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যায়।
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় আলফাডাঙ্গা থানায় একটি বিশেষ আইনে মামলা দায়ের করা হয়েছে। এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।