হোম > অপরাধ > ঢাকা

আদালতকক্ষে পরীমণি ছিলেন নিশ্চুপ ও হতাশাগ্রস্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আলোচিত অভিনেত্রী পরীমণি ও প্রযোজক নজরুল ইসলাম রাজ এবং তাদের দুই সহযোগীকে রাত সাড়ে আটটার দিকে আদালতে হাজির করা হয়। ঢাকার মহানগর হাকিম মামুনুর রশিদ এর কক্ষে সরাসরি নিয়ে যাওয়া হয় তাদের। রুমে ঢুকেই পরীমণি তাঁর এক স্বজনকে জড়িয়ে ধরেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে তারা পৃথক হন।

কিছুক্ষণ পরে বিচারক এজলাসে ওঠেন। প্রথমেই পরীমণির ওকালতনামায় স্বাক্ষর করা নিয়ে আইনজীবীদের মধ্যে হট্টগোল হয়। এ সময় বিচারক এজলাস থেকে নেমে যান। পরে পরীমণির অ্যাডভোকেট মজিবুর রহমান ও নীলাঞ্জনা রিফাত সুরভীসহ কয়েকজনকে মামলা পরিচালনার জন্য নিয়োগ দেন। এর মধ্যে প্রযোজক নজরুল ইসলাম রাজও আইনজীবী নিয়োগ দেন। পরে বিচারক আবার এজলাসে ওঠেন। তারপর শুনানি শুরু হয়।

প্রথমে পরীমণির মামলায় শুনানি হয়। পরে নজরুল ইসলাম রাজ এর মামলার শুনানি হয়।

সাড়ে আটটায় শুনানি শুরু হওয়ার পর আধ ঘণ্টারও বেশি সময় ধরে দুই মামলার শুনানি হয়। পুরো সময়ই পরীমণি নিশ্চুপ ছিলেন। তিনি কোনো কথা বলেননি। তাঁকে হতাশাগ্রস্ত দেখা গেছে। 

অন্যদিকে নজরুল ইসলাম রাজকে অন্যরকম দেখা গেছে। তিনি পুরোটা সময় কাট গড়ায় তাঁর সহযোগীদের সঙ্গে কথা বলেছেন। আইনজীবীদের সঙ্গে কথা বলেছেন।

আদালত কক্ষ ছিল ভর্তি। বাইরে পরীমণিকে দেখার জন্য উৎসুক জনতার ভিড় ছিল। কঠোর নিরাপত্তা বেষ্টিত ছিল আদালত এলাকা।  

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল