হোম > অপরাধ > ঢাকা

আদালতকক্ষে পরীমণি ছিলেন নিশ্চুপ ও হতাশাগ্রস্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আলোচিত অভিনেত্রী পরীমণি ও প্রযোজক নজরুল ইসলাম রাজ এবং তাদের দুই সহযোগীকে রাত সাড়ে আটটার দিকে আদালতে হাজির করা হয়। ঢাকার মহানগর হাকিম মামুনুর রশিদ এর কক্ষে সরাসরি নিয়ে যাওয়া হয় তাদের। রুমে ঢুকেই পরীমণি তাঁর এক স্বজনকে জড়িয়ে ধরেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে তারা পৃথক হন।

কিছুক্ষণ পরে বিচারক এজলাসে ওঠেন। প্রথমেই পরীমণির ওকালতনামায় স্বাক্ষর করা নিয়ে আইনজীবীদের মধ্যে হট্টগোল হয়। এ সময় বিচারক এজলাস থেকে নেমে যান। পরে পরীমণির অ্যাডভোকেট মজিবুর রহমান ও নীলাঞ্জনা রিফাত সুরভীসহ কয়েকজনকে মামলা পরিচালনার জন্য নিয়োগ দেন। এর মধ্যে প্রযোজক নজরুল ইসলাম রাজও আইনজীবী নিয়োগ দেন। পরে বিচারক আবার এজলাসে ওঠেন। তারপর শুনানি শুরু হয়।

প্রথমে পরীমণির মামলায় শুনানি হয়। পরে নজরুল ইসলাম রাজ এর মামলার শুনানি হয়।

সাড়ে আটটায় শুনানি শুরু হওয়ার পর আধ ঘণ্টারও বেশি সময় ধরে দুই মামলার শুনানি হয়। পুরো সময়ই পরীমণি নিশ্চুপ ছিলেন। তিনি কোনো কথা বলেননি। তাঁকে হতাশাগ্রস্ত দেখা গেছে। 

অন্যদিকে নজরুল ইসলাম রাজকে অন্যরকম দেখা গেছে। তিনি পুরোটা সময় কাট গড়ায় তাঁর সহযোগীদের সঙ্গে কথা বলেছেন। আইনজীবীদের সঙ্গে কথা বলেছেন।

আদালত কক্ষ ছিল ভর্তি। বাইরে পরীমণিকে দেখার জন্য উৎসুক জনতার ভিড় ছিল। কঠোর নিরাপত্তা বেষ্টিত ছিল আদালত এলাকা।  

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক