হোম > অপরাধ > ঢাকা

৫ টাকার বিনিময়ে মই দিয়ে মহাসড়কের ডিভাইডার পারাপার, যুবক আটক

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ডিভাইডার পেরোতে মই ব্যবহার করছেন পথচারীরা। যাত্রীপ্রতি ৫ টাকা করে নিয়ে এই ব্যবস্থা করে দিয়েছেন স্থানীয় এক যুবক। আর ঘটনাটি ঘটছিল আজ রোববার দুপুরে শিমরাইল মোড়ের সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর অফিসের সামনেই। 

এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশের সংবাদমাধ্যমেও সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। 

অবশেষে টাকার বিনিময়ে মই দিয়ে ডিভাইডার পারাপার করানোর মূল হোতা রবিউলকে (২৬) আটক করেছে কাঁচপুর হাইওয়ে থানা-পুলিশ। আজ রাত সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জের রসূলবাগ এলাকায় থেকে তাঁকে আটক করা হয়। 

এ তথ্য নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন। 

রবিউল চট্টগ্রামের মিরসরাইয়ের পূর্ব দুর্গাপুর এলাকার আলতাব হোসেনের ছেলে। পেশায় আগে সিএনজি চালিত অটোরিকশার চালক ছিলেন। সিদ্ধিরগঞ্জে বোনের বাসায় থাকতেন। 

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন বলেন, ‘ভিডিওটি আমাদের নজরে আসার পরই আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠাই। কিন্তু তাঁকে না পেলে ভিডিও ফুটেজ দেখে তাঁকে আটক করতে সক্ষম হই। তিনি চট্টগ্রাম থাকা অবস্থায় সিএনজি চালাতেন। গত ১৫ দিন আগে তিনি সিদ্ধিরগঞ্জে বোনের বাসায় আসেন। কয়েক দিন ধরে যাত্রীদের ঝুঁকি নিয়ে উঁচু ডিভাইডার পারাপার হওয়ার দৃশ্য দেখে তিনি মই নিয়ে এই ব্যবসা করার বুদ্ধি করেন। আজ সকাল থেকে তিনি টাকার বিনিময়ে যাত্রীদের পারাপার করানো শুরু করেন। তাঁর বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন।’ 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছরের মাঝামাঝি সময়ে দূরপাল্লার যানবাহন সরাসরি যেন ঢাকায় প্রবেশ করতে পারে সে জন্য চার লেনের ঢাকামুখী সড়কের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রিজ থেকে কুয়েত প্লাজা পর্যন্ত উঁচু ডিভাইডার দিয়ে দুই লেনে বিভক্ত করা হয়। আর আঞ্চলিক যানবাহন চলাচলের জন্য দুই লেন আলাদা করা হয়। এত দিন দূরপাল্লার লেন থেকে আঞ্চলিক লেনে যাত্রীদের চলাচলের জন্য সওজ কার্যালয়ের সামনে একটি গেট খোলা রাখা হতো। ওইখানে দূরপাল্লার যানবাহনগুলো শিমরাইল মোড়ের যাত্রীদের নামিয়ে দিত। কিন্তু দুই মাস ধরে তা বন্ধ রেখেছে সওজ কর্তৃপক্ষ। দূরপাল্লার যানবাহনগুলো এখনো সেই স্থানেই যাত্রী নামিয়ে দিচ্ছে। 

এর ফলে দুই মাস ধরেই যাত্রীরা ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন। এই সুযোগে কয়েকজন অসাধু পরিবহন শ্রমিক ডিভাইডারের দুই পাশে মই দিয়ে টাকার বিনিময়ে যাত্রীদের ডিভাইডার পার করে দিচ্ছিলেন।   

এ ব্যাপারে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) এর নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস বলেন, ‘এর আগেও একাধিকবার এভাবে মই বসিয়ে যাত্রী পারাপার করা হয়েছিল। পরে আমরা আনসার দিয়ে মইগুলো জব্দ করি। বিষয়টি নিয়ে আমরা হাইওয়ে পুলিশের সঙ্গে একাধিকবার কথা বলেছি। আমরা ও পুলিশের পক্ষ থেকে  একাধিকবার পরিবহনগুলোকে সার্ভিস লেন দিয়ে চলাচলে বাধ্য করা হলেও তারা তা শুনছে না।’

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট