হোম > অপরাধ > ঢাকা

কিশোরীকে ধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর খিলক্ষেত এলাকায় একটি গণধর্ষণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক মাফরোজা পারভীন এ রায় দেন। এই মামলায় পৃথক রায়ে একই অপরাধে এক শিশুকে ১০ বছর সংশোধনাগারে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। 

যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামিরা হলেন, মো. দীন ইসলাম, ইয়াসিন ওরফে মুস্তাকিন ও মো. মনু। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা পরিশোধ না করলে প্রত্যেককে আরও ছয় মাস করে কারা ভোগ করতে হবে বলে রায়ে বলা হয়। 

ঘটনার বিবরণে জানা যায়, রাজধানীর খিলক্ষেত এলাকায় মস্তুল বেলতলায় ভিকটিম ১৩ বছরের কিশোরী মায়ের সঙ্গে বসবাস করত। ভিকটিমের মা ওই এলাকায় পিঠা বিক্রি করতেন। ২০২১ সালের ১ এপ্রিল পিঠা বিক্রিতে মাকে সহযোগিতা করছিল ভিকটিম। সন্ধ্যার পর মাকে রেখে বাসায় যাওয়ার সময় তার পথ আটকায় চারজন। ভিকটিমকে হাত বেঁধে ওই এলাকার পানি উন্নয়ন বোর্ডের অফিসের পেছনে ভুট্টাখেতে নিয়ে যায়। সেখানে চারজনই তাকে ধর্ষণ করে। 

পরে ভিকটিমের মা বাদী হয়ে চারজনের বিরুদ্ধে খিলক্ষেত থানায় নারী ও শিশু নির্যাতন আইনে গণধর্ষণের অভিযোগে মামলা করেন। খিলক্ষেত থানার পুলিশ তদন্ত করে এ বছরের ১৭ জানুয়ারি অভিযোগপত্র দাখিল করে। অভিযোগপত্রে তিনজনকে অভিযুক্ত করা হয়। একজন শিশু হওয়ায় তার বিরুদ্ধে দোষীপত্র দাখিল করা হয়। 

ট্রাইব্যুনাল গত ১ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। অভিযোগ গঠন করে সাতজনের সাক্ষ্য গ্রহণ করা হয়। শিশুর বিচার পৃথকভাবে শিশু আদালত হিসেবে করা হয়। 

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার