হোম > অপরাধ > ঢাকা

উপসচিবের বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর হাতিরঝিল থানার ইস্কাটন এলাকার একটি বাসা থেকে আমেনা আক্তার (১৩) নামের এক গৃহকর্মীর মৃতদেহ উদ্ধার করেছে হাতিরঝিল থানা-পুলিশ। গতকাল সোমবার রাতে মৃতদেহটি উদ্ধার করা হযেছে। পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রাতে সংবাদ পেয়ে ইস্কাটন এলাকার একটি বাড়ির আটতলা থেকে ওই গৃহকর্মীর মৃতদেহ উদ্ধার করি। 
এ সময় সে জানালার গ্রিলের সঙ্গে ওড়না দিয়ে ঝুলছিল। মৃত আমেনা ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পেপুল বাড়িয়া মো. মামুন ও নাজমা আক্তারের মেয়ে।’ 

এসআই আরও জানান, ওই বাসার আটতলায় গৃহকর্তা শিল্প মন্ত্রণালয়ের উপসচিব মনিরুজ্জামানের বাসায় গত দেড় বছর যাবৎ গৃহকর্মীর কাজ করত আমেনা। বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মৃত দেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। কিন্তু পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়। 

পরিবারের পক্ষ থেকে আবেদনের পরস তা মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমা নাহার। পরবর্তীতে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গ থেকে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের হাতে বুঝিয়ে দেওয়া হয়।

এই ঘটনায় হাতিরঝিল থানায় একটি অপমৃত্যু মামলা (নং ২৩) দায়ের করা হয়েছে।

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে