হোম > অপরাধ > ঢাকা

ভাঙ্গায় পাটখেত থেকে অন্তঃসত্ত্বা এনজিও কর্মীর মরদেহ উদ্ধার

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে নিখোঁজের একদিন পর অন্তঃসত্ত্বা এক এনজিও কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে তার মরদেহ ভাঙ্গা পৌরসভার চৌধুরীকান্দা সদরদী গ্রামের একটি পাটখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এর আগে আজ বেলা ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান। 

নিহত ওই নারী নাম নূপুর সাহা (২৬)। আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার ভাঙ্গা শাখার মাঠকর্মী হিসেব কাজ করতেন তিনি। তিনি ভাঙ্গা পৌরসভার রায়পাড়া সদরদী গ্রামের মহল্লার নরেশ্বর রায়ের (কার্তিক) স্ত্রী এবং মধুখালী উপজেলার বড় গোয়ালদী গ্রামের বাসিন্দা সুনীল সাহার মেয়ে। তাঁর ছয় বছর বয়সী একটি ছেলে রয়েছে। এ ছাড়া তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা যায়। 

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার নূপুর সাহা ভাঙ্গা পৌরসভার চৌধুরীকান্দা গ্রামে সমিতির কিস্তির টাকা আদায় করতে যান। দুপুর ১টা পর্যন্ত সমিতির কাজ করার পর তাঁর খোঁজ পাওয়া যায় না। পরদিন বুধবার বিকেল ৪টার দিকে ভাঙ্গা পৌরসভার চৌধুরীকান্দা সদরদী এলাকার ঝিল্লু মুন্সীর বাড়ির পাশে মামুন শেখের পাট খেতের ভেতর নূপুর সাহার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন এলাকাবাসী। পরে ভাঙ্গা থানা-পুলিশ গিয়ে এলাকাটি ঘিরে রাখে। রাত সাড়ে ৭টার দিকে ফরিদপুর জেলা সদর থেকে সিআইডি পুলিশের ক্রাইম সিনের একটি দল ঘটনাস্থলে আসার পর রাত ৮টার দিকে মরদেহ উদ্ধার করে ভাঙ্গা থানায় আনা হয়। 

আদ্-দ্বীন ওয়েল ফেয়ার সেন্টার ভাঙ্গা শাখার ব্যবস্থাপক মো. খায়রুল ইসলাম জানান, গত ১০ মাস আগে নূপুর সাহা এ প্রতিষ্ঠানে যোগদান করে। একজন ভালো কর্মী হিসেবে তাঁর সুনাম ছিল। গত মঙ্গলবার সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে কিস্তি তুলতে যান। দুপুর সাড়ে ১২টার দিকে নূপুরের সঙ্গে তাঁর কথা হয়। ওই সময়ের মধ্যে নূপুর এক লাখ ২০ হাজার কিস্তির টাকা তোলেন। তবে দুপুর আড়াইটা থেকে নূপুরের মোবাইল বন্ধ পাওয়া যায়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, এ ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে। পুলিশ হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা করছে। 

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি