হোম > অপরাধ > ঢাকা

দক্ষিণখানে ইঞ্জিনিয়ারকে খুনের ঘটনায় গ্রেপ্তার তিনজন রিমান্ডে

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর দক্ষিণখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার মোসাব্বির হোসেন চৌধুরী সিফাতকে (২৬) হত্যার ঘটনায় গ্রেপ্তার তিনজনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ শনিবার বিকেলে দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইয়াসীন গাজী আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। 

গ্রেপ্তাররা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মহল্লা গ্রামের মৃত আবু সিদ্দিকের ছেলে মো. রাজিব (২৩), লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট গ্রামের জয়নাল আবেদিনের ছেলে আশিক (২২) ও দক্ষিণখানের আশকোনা পানির পাম্প এলাকার শেখ ওয়াজেদের ছেলে শেখ নিজাম (২১)। 

দক্ষিণখান থানার পরিদর্শক মোহাম্মদ ইয়াসীন গাজী বলেন, ‘দক্ষিণখানে প্রকৌশলীকে হত্যার ঘটনায় আমাদের পাঁচটি টিম শরীয়তপুর ও গাজীপুরে অভিযান চালিয়ে আজ শনিবার ভোরে রাজিব, আশিক ও নিজামকে গ্রেপ্তার করে।’ 

মামলার তদন্তকারী কর্মকর্তা ও দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু তাহের আজকের পত্রিকাকে বলেন, ‘টাকা লেনদেনকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে ইঞ্জিনিয়ার মোসাব্বির হোসেনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তারের পর আজ শনিবার সকালে ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। পরে শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।’ 

এসআই আবু তাহের বলেন, গ্রেপ্তারদের মধ্যে মামলার এজাহারভুক্ত আসামি রাজিব, তদন্তে সন্দেহাতীতভাবে জড়িত আসামি আশিক ও নাজিম। 

এর আগে গত বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার মোসাব্বির হোসেন চৌধুরী সিফাতকে ছুরিকাঘাতে খুনের ঘটনা ঘটে। পরদিন শুক্রবার নিহতের মা মোছা নাছরিন বেগম সাতজনের নামোল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করে দক্ষিণখান থানায় হত্যা মামলা দায়ের করেন।

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ২৮