হোম > অপরাধ > ঢাকা

দক্ষিণখানে ইঞ্জিনিয়ারকে খুনের ঘটনায় গ্রেপ্তার তিনজন রিমান্ডে

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর দক্ষিণখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার মোসাব্বির হোসেন চৌধুরী সিফাতকে (২৬) হত্যার ঘটনায় গ্রেপ্তার তিনজনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ শনিবার বিকেলে দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইয়াসীন গাজী আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। 

গ্রেপ্তাররা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মহল্লা গ্রামের মৃত আবু সিদ্দিকের ছেলে মো. রাজিব (২৩), লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট গ্রামের জয়নাল আবেদিনের ছেলে আশিক (২২) ও দক্ষিণখানের আশকোনা পানির পাম্প এলাকার শেখ ওয়াজেদের ছেলে শেখ নিজাম (২১)। 

দক্ষিণখান থানার পরিদর্শক মোহাম্মদ ইয়াসীন গাজী বলেন, ‘দক্ষিণখানে প্রকৌশলীকে হত্যার ঘটনায় আমাদের পাঁচটি টিম শরীয়তপুর ও গাজীপুরে অভিযান চালিয়ে আজ শনিবার ভোরে রাজিব, আশিক ও নিজামকে গ্রেপ্তার করে।’ 

মামলার তদন্তকারী কর্মকর্তা ও দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু তাহের আজকের পত্রিকাকে বলেন, ‘টাকা লেনদেনকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে ইঞ্জিনিয়ার মোসাব্বির হোসেনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তারের পর আজ শনিবার সকালে ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। পরে শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।’ 

এসআই আবু তাহের বলেন, গ্রেপ্তারদের মধ্যে মামলার এজাহারভুক্ত আসামি রাজিব, তদন্তে সন্দেহাতীতভাবে জড়িত আসামি আশিক ও নাজিম। 

এর আগে গত বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার মোসাব্বির হোসেন চৌধুরী সিফাতকে ছুরিকাঘাতে খুনের ঘটনা ঘটে। পরদিন শুক্রবার নিহতের মা মোছা নাছরিন বেগম সাতজনের নামোল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করে দক্ষিণখান থানায় হত্যা মামলা দায়ের করেন।

নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে নারী পথচারীর মৃত্যু

নাঈমকে দুই দফা মারধরের পর রাস্তায় ফেলে যায় মোটরসাইকেল আরোহীরা—আসামির জবানবন্দি

বসুন্ধরায় আইনজীবী হত্যা: গ্রেপ্তার আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আইনজীবী হত্যার মূল আসামি গ্রেপ্তার

বিএনপি কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীম ৩ দিনের রিমান্ডে

একটি এনআইডি আসল, অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে: তারেকের বাসার সামনে আটক হামীম

পার্ক, খেলার মাঠ ও গণপরিসর রক্ষায় ডিএনসিসির স্টিয়ারিং কমিটি গঠন

কেরানীগঞ্জে এবার কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ১

বিসিআইসির ইকবালের জমি-ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থীকে হেনস্তার অভিযোগ