হোম > অপরাধ > ঢাকা

আশুলিয়ায় বহুতল ভবন থেকে গলিত মরদেহ উদ্ধার

প্রতিনিধি, সাভার (ঢাকা)

ঢাকার আশুলিয়ায় একটি বহুতল ভবনের ফ্ল্যাটে টয়লেটের পানির ড্রাম থেকে অজ্ঞাত এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ মরদেহের দৈহিক গঠন দেখে বুঝতে পারছিল না নারীর নাকি পুরুষ। পরনে থাকা প্যান্ট দেখে পুরুষ বলে অনুমান করছে পুলিশ। 

শনিবার দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকার হিয়ন গার্মেন্টস কারখানার পাশে ইদ্রিস কাজীর মালিকানাধীন পাঁচ তলা বাড়ির তৃতীয় তলার ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আশুলিয়া থানার উপপরিদর্শক কাজী নাসের আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন। 

বাড়ির মালিকের স্ত্রী নাছরিন কাজী বলেন, গত তিন দিন ধরে ওই ফ্ল্যাটের সামনে থেকে দুর্গন্ধ আসছিল। ফ্ল্যাটের দরজা বাইরে থেকে তালাবদ্ধ ছিল। পরে অন্য ভাড়াটিয়া বিষয়টি তাঁদের ফোন করে জানায়। এরপর তাঁরা এসে ভাড়াটিয়াদের নিয়ে ফ্ল্যাটের দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। এ সময় টয়লেটের ভেতর পানির ড্রামের মধ্যে ওই ব্যক্তির মরদেহ উপুড় করে রাখা অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। 

এস আই কাজী নাসের বলেন, ‘লাশটা পচে প্রায় কঙ্কাল হয়ে গেছে। লাশের অবস্থা এতটাই বিকৃত যে তাঁর পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। নারী নাকি পুরুষ তা আমরা পরিহিত প্যান্ট দেখে বুঝতে পেরেছি। এই রুমে যে ভাড়া থাকতেন সেই ব্যক্তির পরিচয় আমরা জানার চেষ্টা করছি। তিনি তাঁর বাসায় একেকবার একেক জনকে নিয়ে আসতেন জানিয়েছেন প্রতিবেশীরা।’ 

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আশুলিয়া থানা–পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মরদেহের পরিচয় শনাক্ত করার জন্য চেষ্টা চলছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই তদন্তের জন্য ঘটনাস্থলে আসছে বলে জানান তিনি। 

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ