হোম > অপরাধ > ঢাকা

ঘুমন্ত ছেলেকে পুকুরে ফেলে হত্যা মায়ের

প্রতিনিধি, বন্দর

বন্দরের দুই মাসের শিশু ইমাম হোসেন হত্যা মামলার সূত্র উদ্ঘাটনের কথা জানিয়েছে পিবিআই। গতকাল রোববার পিবিআই সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সংস্থাটির দাবি, ঘুমন্ত শিশু ইমামকে পুকুরে ফেলে হত্যা করেছে তার মা।

২০২০ সালের ১৯ এপ্রিল রাত সাড়ে ১২টার দিকে বন্দর উপজেলার ১ নম্বর মাধবপাশা এলাকার বাসিন্দা রুবেলের শ্বশুরবাড়ি থেকে তার ছেলে ইমাম হারিয়ে যায়। তখন নিখোঁজের মা খাদিজা আক্তার পিংকি চিৎকার দিলে বাড়ির লোকজন ছুটে আসেন। তখন তিনি জানান ঘুমিয়ে থাকা অবস্থায় তার ছেলে ইমাম হোসেনকে চুরি করে নিয়ে গেছে কেউ। পর দিন সকালে বাড়ির পাশের পুকুর থেকে ইমামের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় বন্দর থানায় মামলা করেন রুবেল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন খাদিজা। জবানবন্দিতে খাদিজা জানান, স্বামী ভরণপোষণ না দেওয়ায় এবং পরিবারের (বাবার বাড়ির) লোকজনের উপহাস সহ্য করতে না পেরে ২০২০ সালের ১৯ এপ্রিল ২ মাসের ইমাম হোসেনকে ঘরের পাশের পুকুরে ফেলে দেন।

পিবিআই সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, শিশু ইমামের বাবা মামলা করলে প্রথমে তদন্তের দায়িত্ব পায় বন্দর থানা-পুলিশ। পরে এই মামলার তদন্তের দায়িত্ব পায় পিবিআই। তদন্তকালে ঘটনাস্থল হতে সাত শব্দের একটি ছোট কাগজের টুকরা আলামত হিসেবে জব্দ করেন জেলা পিবিআই পরিদর্শক সাইফুল ইসলাম। জব্দকৃত কাগজে লেখা থাকে ‘বাচা গড়ে গড়ে চুরি করমু সাবথাব’। এ কাগজের হাতের লেখার নমুনা সংগ্রহকালে ভিকটিমের মা খাদিজা আক্তার পিংকির হাতের লেখার মিল পাওয়া যায়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদের মুখে তিনি এর দায় স্বীকার করেন।

খাদিজা আক্তার জানান, তাঁর স্বামী তাঁকে বারবার টাকার জন্য চাপ দিতেন। স্বামী চাইতেন তিনি আয়-রোজগার করবেন। রুবেল কোনো ভরণপোষণ দিতেন না। এ নিয়ে পরিবারের লোকজন তাঁকে উপহাস করতেন। এসব মানসিক চাপ সহ্য করতে না পেরে ঘুমন্ত ইমাম হোসেনকে পুকুরে ফেলে হত্যা করেন। 

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ