হোম > অপরাধ > ঢাকা

ককটেল ফাটিয়ে–ফাঁকা গুলি ছুড়ে ডাকাতি, ধরতে গিয়ে গুলিবিদ্ধ এক

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের দৌলতপুরে ককটেল ফাটিয়ে ও গুলি করে এক ব্যবসায়ীর কাছ থেকে ৭০ ভরি স্বর্ণ ও এক লাখ টাকা লুট করেছেন ডাকাতেরা। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে দৌলতপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের দৌলতপুর বাজারের কাছে শ্রীদাম ঘোষের বাড়ির পাশে এ ঘটনা ঘটে। 

গ্রামবাসী ধাওয়া দিয়ে এক ডাকাতকে আটকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। এ সময় ডাকাতদের ছোড়া গুলিতে স্থানীয় এক বাসিন্দা গুলিবিদ্ধ হয়েছেন। 

মানিকগঞ্জ দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মোল্যা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

জানা গেছে, ভুক্তভোগী ওই ব্যবসায়ীর নাম দিলু রাজবংশী। তিনি স্থানীয় বাজারের জননী জুয়েলার্সের মালিক। 

দৌলতপুর থানা–পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ডাকাত ধরতে এসে জাকির হোসেন মৃধা নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে দৌলতপুর উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটককৃত ডাকাত মো. জসিম উদ্দিন গোপালগঞ্জ জেলার সদর উপজেলার মানিকদা এলাকার আবুল শেখের ছেলে। 

ব্যবসায়ী দিলু রাজবংশী জানান, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে কর্মচারীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে দুটি মোটরসাইকেলে করে পাঁচজন ডাকাত তাঁদের মোটরসাইকেলের থামিয়ে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় তাঁদের সঙ্গে থাকা ৭০ ভরি স্বর্ণ ও এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। 

তিনি আরও জানান, তাঁদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে ডাকাতদের ধাওয়া করে। পরে নাগরপুরের গাংবিহালী এলাকার স্থানীয় লোকজন ডাকাতদের মোটরসাইকেল ঘেরাও করলে সেখানেও গুলি বর্ষণ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তাঁরা। একপর্যায়ে দৌলতপুরের গাজীছাইল নামক স্থানের লোকজন ডাকাতদের ধাওয়া দিয়ে একজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে তুলে দেয়। 

দৌলতপুর থানার ওসি শফিকুল ইসলাম মোল্লা জানান, ডাকাত চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের ধরতে কাজ করছে পুলিশ। মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

আইনজীবী হত্যার মূল আসামি গ্রেপ্তার

বিএনপি কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীম ৩ দিনের রিমান্ডে

একটি এনআইডি আসল, অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে: তারেকের বাসার সামনে আটক হামীম

পার্ক, খেলার মাঠ ও গণপরিসর রক্ষায় ডিএনসিসির স্টিয়ারিং কমিটি গঠন

কেরানীগঞ্জে এবার কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ১

বিসিআইসির ইকবালের জমি-ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থীকে হেনস্তার অভিযোগ

সাগর-রুনি হত্যা: ১২৩ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

গভীর রাতে পিকআপ নিয়ে মোহাম্মদপুরে সোনার দোকান লুট

জুলাই গণ-অভ্যুত্থান: রায়েরবাজারে দাফন ১১৪ মরদেহের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত, পরিবারের কাছে হস্তান্তর