হোম > অপরাধ > ঢাকা

নরসিংদীতে যুবকের দুই হাতের কবজি কাটার ঘটনায় গ্রেপ্তার ২ 

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর পলাশে যুবকের দুই হাতের কবজি কাটার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। আজ মঙ্গলবার ভোরে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পলাশ উপজেলার নোয়াকান্দা গ্রামের আক্কাস আলীর ছেলে জালাল ওরফে শাহজালাল মিয়া (৫৫) ও শিবপুর উপজেলার মিয়ারগাঁও এলাকার আলফাজ উদ্দিনের ছেলে ফারুক মিয়া (৩৫)।

গোয়েন্দা শাখা থেকে জানানো হয়, গ্রেপ্তার দুজনসহ অন্য আসামিরা চাকরি দেওয়ার কথা বলে গত ২৮ জুন শিবপুর উপজেলার বাড়ৈগাঁও দক্ষিণপাড়ার মোর্শেদ মিয়ার ছেলে হাদিউল ইসলামকে (১৯) পলাশ উপজেলার নোয়াকান্দা এলাকায় নিয়ে যান। পরে কালুর বাড়িসংলগ্ন শহিদুলের কলাবাগানে নিয়ে হাত-পা ও চোখ বেঁধে মারধর করেন। এ সময় চাপাতি দিয়ে কুপিয়ে হাদিউলের দুই হাত কবজি থেকে বিচ্ছিন্ন করে ফেলেন। পরে অভিযুক্ত ব্যক্তিরা হাত এবং মুখের বাঁধন খুলে চলে গেলে চিৎকার করেন হাদিউল। 

খবর পেয়ে থানা-পুলিশ তাঁকে উদ্ধার করে ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ২ জুলাই হাদিউলের বাবা মোর্শেদ মিয়া বাদী হয়ে চারজনকে আসামি করে পলাশ থানায় মামলা করেন। পরে আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। 

গ্রেপ্তার হওয়া জালালের বিরুদ্ধে ডাকাতি, খুনসহ ১২টি মামলা বিচারাধীন আছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস