হোম > অপরাধ > ঢাকা

শিক্ষার্থী নির্যাতনের দায়ে ঢাবির হলের ছাত্রলীগ নেতাকে বহিষ্কার

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলে শিক্ষার্থীকে নির্যাতনের দায়ের ছাত্রলীগ নেতা মো. সিফাতুল্লাহকে (সিফাত) হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

মাস্টারদা সূর্যসেন হলের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কাজী পরশ মিয়াকে নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় হল প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। সিফাত উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী।

গত ১২ ডিসেম্বর হলের ৩৫১ নম্বর কক্ষে সিফাতুল্লাহর নির্যাতনের শিকার হলে হল প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন পরশ মিয়া।

অভিযোগের ভিত্তিতে সূর্যসেন হলের সিনিয়র আবাসিক শিক্ষক আহম্মদ উল্লাহকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে বহিষ্কারের সুপারিশ করে তদন্ত কমিটি। সুপারিশের ভিত্তিতে তাঁকে বহিষ্কারের নোটিশ দিয়েছে হল কর্তৃপক্ষ।

এ বিষয়ে জানতে মাস্টারদা সূর্যসেন হলের প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ মকবুল হোসেন ভুঁইয়াকে ফোনকল করা হলে তিনি ফোনে এ কথা বলতে রাজি হননি।

সিফাতুল্লাহর বিরুদ্ধে এর আগেও একাধিকবার শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ উঠেছে। গত ৮ নভেম্বর রাতভর দুই শিক্ষার্থীকে নির্যাতন করার অভিযোগ ওঠে। দুই নির্যাতিত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানীর কাছে লিখিত অভিযোগও করেন। পরে হল প্রভোস্ট অধ্যাপক মকবুল হোসেন ভূঁইয়ার মধ্যস্থতায় তাঁরা অভিযোগ প্রত্যাহার করেন।

 ২০১৮ সালে এক ছাত্রীর সঙ্গে অপ্রীতিকর ঘটনা ঘটানোর অভিযোগে সিফাতকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারও করা হয়।

সিফাতুল্লাহ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়ের অনুসারী ও ছাত্রলীগের সূর্যসেন হল শাখার উপ-দপ্তর সম্পাদক। হলের শীর্ষ পদের পদপ্রত্যাশী ইমরান সাগরের ছোট ভাই হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

‘যেকোনো মুহূর্তে’ যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন