হোম > অপরাধ > ঢাকা

শিক্ষার্থী নির্যাতনের দায়ে ঢাবির হলের ছাত্রলীগ নেতাকে বহিষ্কার

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলে শিক্ষার্থীকে নির্যাতনের দায়ের ছাত্রলীগ নেতা মো. সিফাতুল্লাহকে (সিফাত) হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

মাস্টারদা সূর্যসেন হলের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কাজী পরশ মিয়াকে নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় হল প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। সিফাত উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী।

গত ১২ ডিসেম্বর হলের ৩৫১ নম্বর কক্ষে সিফাতুল্লাহর নির্যাতনের শিকার হলে হল প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন পরশ মিয়া।

অভিযোগের ভিত্তিতে সূর্যসেন হলের সিনিয়র আবাসিক শিক্ষক আহম্মদ উল্লাহকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে বহিষ্কারের সুপারিশ করে তদন্ত কমিটি। সুপারিশের ভিত্তিতে তাঁকে বহিষ্কারের নোটিশ দিয়েছে হল কর্তৃপক্ষ।

এ বিষয়ে জানতে মাস্টারদা সূর্যসেন হলের প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ মকবুল হোসেন ভুঁইয়াকে ফোনকল করা হলে তিনি ফোনে এ কথা বলতে রাজি হননি।

সিফাতুল্লাহর বিরুদ্ধে এর আগেও একাধিকবার শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ উঠেছে। গত ৮ নভেম্বর রাতভর দুই শিক্ষার্থীকে নির্যাতন করার অভিযোগ ওঠে। দুই নির্যাতিত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানীর কাছে লিখিত অভিযোগও করেন। পরে হল প্রভোস্ট অধ্যাপক মকবুল হোসেন ভূঁইয়ার মধ্যস্থতায় তাঁরা অভিযোগ প্রত্যাহার করেন।

 ২০১৮ সালে এক ছাত্রীর সঙ্গে অপ্রীতিকর ঘটনা ঘটানোর অভিযোগে সিফাতকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারও করা হয়।

সিফাতুল্লাহ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়ের অনুসারী ও ছাত্রলীগের সূর্যসেন হল শাখার উপ-দপ্তর সম্পাদক। হলের শীর্ষ পদের পদপ্রত্যাশী ইমরান সাগরের ছোট ভাই হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

জুলাই অভ্যুত্থানের বিপক্ষ শক্তিই গণভোট নিয়ে প্রশ্ন তুলতে পারে: উপদেষ্টা আদিলুর

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার