হোম > অপরাধ > ঢাকা

রাজধানীর কদমতলীতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

ঢামেক প্রতিবেদক

রাজধানীর কদমতলীর পাটেরবাগ এলাকায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তাঁর নাম মাহবুব আলম (৫২)। 

বৃহস্পতিবার (১১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে কদমতলী পাটেরবাগ মসজিদের পাশে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন। 

হাসপাতালে মৃত ব্যক্তির ভাই মো. রফিকুল আলম বলেন, তাঁদের বাড়ি কদমতলীর দক্ষিণ দনিয়া এলাকায়। বাবার নাম মৃত আবুল হোসেন সোলাইমান। তাঁর ভাই এলাকায় ভ্যানে করে কোমল পানীয় সাপ্লাই দিত। তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে। 
 
তিনি আরও বলেন, ‘লোক মারফত জানতে পেরেছি, ভাই মাহবুব আলম পাটেরবাগ মসজিদের পাশ দিয়ে পায়ে হেঁটে যাওয়ার সময় কে বা কারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে দ্রুত ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কদমতলী থেকে ওই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় স্বজনেরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান, কে বা কারা তাঁকে কুপিয়ে হত্যা করে রাস্তায় ফেলে রেখে গেছে। নিহতের ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে। ওই ব্যক্তির ঘাড়ে, গলায় ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি কদমতলী থানা-পুলিশ তদন্ত করছে। 

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবু কালাম বলেন, নিহত মাহবুব আলম ওই এলাকার স্থানীয় বাসিন্দা। আগে ভ্যানে করে বিভিন্ন দোকানে কোমল পানীয় সাপ্লাই দিত। বর্তমানে তেমন কিছু করতেন না। পাটেরবাগ মসজিদের পাশে একটি অন্ধকার গলিতে কে বা কারা তাঁকে কুপিয়ে হত্যা করেছে। বিষয়গুলো নিয়ে পুলিশ কাজ করছে। তাঁর পরিবারের সঙ্গে পুলিশ কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করছে।

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ২৮