হোম > অপরাধ > ঢাকা

স্ত্রীকে গলা কেটে হত্যার পর নিজের গলায়ও ছুরি চালিয়েছেন তরুণ

ঢামেক প্রতিনিধি

রাজধানীর ভাটারা সোলমাইদ এলাকার একটি বাসায় স্ত্রীকে গলা কেটে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন এক তরুণ। নিহতের নাম বন্যা আক্তার (১৮)। স্বামী মো. সুজন (২২)। 

রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে সুজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা বিভাগে ভর্তি করা হয়। 

হাসপাতালে বন্যার মামা মো. কবির হোসেন জানান, বন্যা ও সুজন ৪-৫ মাস আগে বিয়ে করেন। এর আগে তাদের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পর থেকে তাঁরা ভাটারা সোলমাইদ অটো স্ট্যান্ড সংলগ্ন একটি টিনশেড বাসায় ভাড়া থাকা শুরু করেন। বন্যা একটি পোশাক কারখানায় আর সুজন রাজমিস্ত্রির কাজ করেন। বাবা–মায়ের সঙ্গে বন্যার যোগাযোগ নেই। তাঁদের বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলার। বন্যার বাবার নাম আব্দুল গফুর। 

কবির আরও জানান, রোববার সন্ধ্যার দিকে বন্যা তাঁর মামা কবির হোসেনকে ফোন কল করে দ্রুত তাঁদের বাসায় আসতে বলেন। কিন্তু কী হয়েছে সে বিষয়ে তখন কিছুই জানাননি। কবির হোসেন তাঁদের বাসায় গিয়ে কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় একপর্যায়ে প্রতিবেশীর সহযোগিতায় স্টিলের দরজা ভেঙে ভেতরে ঢোকেন। ঢুকে দেখেন মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন বন্যা। তাঁর নিথর দেহের ওপর পড়ে আছেন সুজন। তাঁদের দুজনেরই গলায় ধারালো অস্ত্রের জখম। 

বন্যার কোনো সাড়া না থাকলেও সুজন তখনো নড়াচড়া করছিলেন। তাৎক্ষণিকভাবে সুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান কবির। স্বজনেরা ধারণা করছেন, ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর গলা কেটে নিজেও গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন সুজন। 

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, ওই তরুণী ঘটনাস্থলেই মারা গেছেন। প্রতিবেশীদের বরাত দিয়ে এ পুলিশ কর্মকর্তা জানান, তাঁদের বাসার দরজা সকাল থেকেই বন্ধ ছিল। রাতে স্বজনেরা ওই বাসায় গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ পান। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখতে পান দুজনের গলায় ধারালো অস্ত্রের আঘাত। তরুণীর স্বামী এখন হাসপাতালে চিকিৎসাধীন। 

এসআই গোলাম মোস্তফা বলেন, ‘ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীকে গলা কেটে হত্যা করেছেন। নিজেও গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।’ 

সাভারে সিলিন্ডার বিস্ফোরণে শিশু নিহত

যুগ্ম সচিবকে গাড়িতে জিম্মি করে ছয় লাখ টাকা দাবি করলেন চালক

বাসের ধাক্কায় লোহার গেট ভেঙে সিকিউরিটি গার্ড নিহত, রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগে ডিপো ইনচার্জ গ্রেপ্তার

চাঁদা না পেয়ে ডিশ-ইন্টারনেটের ব্যবসা দখল করতে যুবলীগ নেতাকে খুন—দাবি পরিবারের

হাদিকে গুলি: মূল আসামি ফয়সালকে মাইক্রোবাসে পালাতে সহায়তাকারী নুরুজ্জামান ৩ দিনের রিমান্ডে

নিরাপত্তা জোরদারে চেকপোস্ট বাড়াল ডিএমপি

মোহাম্মদপুরে মা–মেয়ে খুন: স্বামীর পর এবার গৃহকর্মী আয়েশার দায় স্বীকার

টাঙ্গাইলে দুই দিনে কুকুরের কামড়ে আহত ৪০

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

হাদির মস্তিষ্ক ছাড়া সব অঙ্গ সক্রিয়, স্থিতিশীল হওয়ার অপেক্ষা: ইনকিলাব মঞ্চ