হোম > অপরাধ > ঢাকা

পল্লবীতে তিন কলেজছাত্রী নিখোঁজের মামলায় একজনকে রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মিরপুরের পল্লবী থেকে তিন কলেজছাত্রী ‘নিখোঁজের’ ঘটনায় করা মামলায় গ্রেপ্তার মো. রকিবুল্লাহকে দুদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার এই রিমান্ড মঞ্জুর করেন। 

এই মামলায় গ্রেপ্তার মো. তরিকুল্লাহ, জিনিয়া ওরফে টিকটক জিনিয়া রোজ ও শরফুদ্দিন আহম্মেদ অয়নকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। 

রোববার চারজনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এর পর পল্লবী থানায় মানবপাচার আইনে করা মামলায় তাঁদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে একজনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

গতকাল শনিবার রাতে নিখোঁজ শিক্ষার্থী দিলখুশ জান্নাত নিশার বড় বোন অ্যাডভোকেট কাজী রওশন দিল আফরোজ বাদী হয়ে মামলা করেন। গ্রেপ্তার ওই চারজন ছাড়া অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করা হয়। পরে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। 

মামলার এজাহারে বলা হয়, নিখোঁজ কাজী দিলখুশ জান্নাত নিশা (১৬) পল্লবী থানার সেকশন-১১, ব্লক-সি, ১৮ নম্বর রোডের মায়ের সঙ্গে বসবাস করত। সে মিরপুর গার্লস আইডিয়াল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। লেখাপড়ার সুবাদে আসামি তরিকুল্লাহ, রাকিকুল্লাহ, জিনিয়া ওরফে টিকটক জিনিয়া রোজ ও শরিফুদ্দিন আহম্মেদ অয়নসহ দিলখুশের বান্ধবী লেহা আক্তার (১৭) ও কানিজ ফাতেমার (১৮) সঙ্গে পরিচয় হয়। জিনিয়া, তরিকুল্লাহ নিয়মিত দিলখুশের বাসায় আসা-যাওয়া করত। এরই ধারাবাহিকতায় গত ৩০ সেপ্টেম্বর সকালের দিকে দিলখুশ বাসা থেকে বের হয়। এর পর থেকে সে নিখোঁজ। নিখোঁজের পর তার পরিবারের সদস্যরা খোঁজ করে দেখেন, আলমারির ভেতরে রাখা নগদ ৬ লাখ টাকা, সোনার গয়না, দিলখুশের স্কুল সার্টিফিকেট ও জন্ম নিবন্ধন সনদ নেই। তার বান্ধবী নেহা আক্তারের বাবা জানান, বাসা থেকে তার মেয়ে নগদ ৭৫ হাজার টাকা, সার্টিফিকেট ও জন্ম নিবন্ধন সনদ নিয়ে গেছে। এ ছাড়া কানিজ ফাতেমার বাবা জানান, বাসা থেকে তার মেয়েও আড়াই ভরি সোনার গয়না, স্কুল সার্টিফিকেট ও জন্ম নিবন্ধন সনদ নিয়ে গেছে। 

এজাহারে আরও বলা হয়, নিখোঁজ তিনজনকে প্রলোভন দেখিয়ে বিদেশে পাচারের জন্য বাসা থেকে টাকা ও গয়না নিয়ে বের হতে বলেছে একটি চক্র। এজাহারে উল্লিখিত আসামিদের যোগসাজশে ওই চক্র বাদীর বোন ও তার বান্ধবীদের পাচার করেছে বলে অভিযোগ করা হয়েছে। 

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির