হোম > অপরাধ > ঢাকা

পল্লবীতে তিন কলেজছাত্রী নিখোঁজের মামলায় একজনকে রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মিরপুরের পল্লবী থেকে তিন কলেজছাত্রী ‘নিখোঁজের’ ঘটনায় করা মামলায় গ্রেপ্তার মো. রকিবুল্লাহকে দুদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার এই রিমান্ড মঞ্জুর করেন। 

এই মামলায় গ্রেপ্তার মো. তরিকুল্লাহ, জিনিয়া ওরফে টিকটক জিনিয়া রোজ ও শরফুদ্দিন আহম্মেদ অয়নকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। 

রোববার চারজনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এর পর পল্লবী থানায় মানবপাচার আইনে করা মামলায় তাঁদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে একজনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

গতকাল শনিবার রাতে নিখোঁজ শিক্ষার্থী দিলখুশ জান্নাত নিশার বড় বোন অ্যাডভোকেট কাজী রওশন দিল আফরোজ বাদী হয়ে মামলা করেন। গ্রেপ্তার ওই চারজন ছাড়া অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করা হয়। পরে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। 

মামলার এজাহারে বলা হয়, নিখোঁজ কাজী দিলখুশ জান্নাত নিশা (১৬) পল্লবী থানার সেকশন-১১, ব্লক-সি, ১৮ নম্বর রোডের মায়ের সঙ্গে বসবাস করত। সে মিরপুর গার্লস আইডিয়াল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। লেখাপড়ার সুবাদে আসামি তরিকুল্লাহ, রাকিকুল্লাহ, জিনিয়া ওরফে টিকটক জিনিয়া রোজ ও শরিফুদ্দিন আহম্মেদ অয়নসহ দিলখুশের বান্ধবী লেহা আক্তার (১৭) ও কানিজ ফাতেমার (১৮) সঙ্গে পরিচয় হয়। জিনিয়া, তরিকুল্লাহ নিয়মিত দিলখুশের বাসায় আসা-যাওয়া করত। এরই ধারাবাহিকতায় গত ৩০ সেপ্টেম্বর সকালের দিকে দিলখুশ বাসা থেকে বের হয়। এর পর থেকে সে নিখোঁজ। নিখোঁজের পর তার পরিবারের সদস্যরা খোঁজ করে দেখেন, আলমারির ভেতরে রাখা নগদ ৬ লাখ টাকা, সোনার গয়না, দিলখুশের স্কুল সার্টিফিকেট ও জন্ম নিবন্ধন সনদ নেই। তার বান্ধবী নেহা আক্তারের বাবা জানান, বাসা থেকে তার মেয়ে নগদ ৭৫ হাজার টাকা, সার্টিফিকেট ও জন্ম নিবন্ধন সনদ নিয়ে গেছে। এ ছাড়া কানিজ ফাতেমার বাবা জানান, বাসা থেকে তার মেয়েও আড়াই ভরি সোনার গয়না, স্কুল সার্টিফিকেট ও জন্ম নিবন্ধন সনদ নিয়ে গেছে। 

এজাহারে আরও বলা হয়, নিখোঁজ তিনজনকে প্রলোভন দেখিয়ে বিদেশে পাচারের জন্য বাসা থেকে টাকা ও গয়না নিয়ে বের হতে বলেছে একটি চক্র। এজাহারে উল্লিখিত আসামিদের যোগসাজশে ওই চক্র বাদীর বোন ও তার বান্ধবীদের পাচার করেছে বলে অভিযোগ করা হয়েছে। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭