হোম > অপরাধ > ঢাকা

মাদারীপুরে বাসের চাপায় ২ জন নিহত, দেড় ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক 

প্রতিনিধি, মাদারীপুর

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের ভাঙ্গাব্রীজ এলাকায় বাসের চাপায় অটোরিকশার দুজন যাত্রী মারা গেছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এ সময় আহত হয়েছেন আরও দুজন যাত্রী। 

নিহতরা হলেন, মাদারীপুরের ধানুসা গ্রামের জোরাল ব্যাপারীর ছেলে আমীর ব্যাপারী (৩৫) ও অটোরিকশা চালক একই উপজেলার কর্ণপাড়া গ্রামের শফি উদ্দিন গাজীর ছেলে শুকুর আলী গাজী (৩০)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী যাত্রীবাহী ঈগল পরিবহন ডাসার ভাঙ্গাব্রীজ এলাকায় আসলে ভূরঘাটাগামী একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশা চালক শুকুর আলী মারা যায়। এ সময় অটোরিকশায় থাকা আরও ৩ যাত্রী গুরুতর আহত হন। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে আনার পথে আমীর ব্যাপারী নামে এক যাত্রী মারা যান। অপর দুই যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। 

ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী রাস্তার ওপর গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেয়। এতে উভয় দিকে দুই কিলোমিটার যানজট লেগে যায়। প্রায় দেড় ঘণ্টা পরে ১১টা ৩০ মিনিটে ডাসার থানা-পুলিশের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক হয়। 

এ ব্যাপারে মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুর মোহাম্মাদ সিকদার বলেন, আমরা সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করেছি। এ ছাড়া বাকি তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। 

ডাসার থানার ওসি মো. হাসানুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে যান চলাচল বন্ধ করে দেওয়ায় দেড় ঘণ্টা পর স্বাভাবিক হয়। 

ওসি আরও বলেন, অভিযুক্ত ঈগল পরিবহনটি আটক করে হাইওয়ে পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে। নিহতের পরিবার অভিযোগ দিলে মামলা নেওয়া হবে। 

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব