এবি ব্যাংকের সাবেক দুই কর্মকর্তার জামিন প্রশ্নে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। তাঁরা হলেন–শহিদুল ইসলাম ও আবদুর রহিম।
আজ বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এই রায় দেন। এর আগে হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে তাঁরা নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে তাঁদের কারাগারে পাঠানো হয়। এরপর তাঁরা হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করলে গত বছরের ৭ ডিসেম্বর রুল জারি করা হয়। তাঁদের কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয় রুলে। শুনানি শেষে যা খারিজ করে দেন আদালত।
এদিকে পৃথক আবেদনে ব্যাংকটির কাকরাইল শাখার সাবেক ব্যবস্থাপক এবিএম আব্দুস সাত্তারকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন একই বেঞ্চ। আগামী দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। গত ১০ জানুয়ারি আব্দুস সাত্তার নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে তাঁকে কারাগারে পাঠানো হয়। সেখানে জামিন না পেয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি।
এবি ব্যাংক থেকে ভুয়া ওয়ার্ক অর্ডারের মাধ্যমে ১৭৬ কোটি ১৮ লাখ টাকা অর্থ আত্মসাতের অভিযোগে দুদক গত বছরের ৮ জুন ওই মামলা করে। এরশাদ ব্রাদার্স করপোরেশনের মালিক এরশাদ আলীসহ ১৭ জনকে আসামি করা হয় মামলায়।
মামলার অপর আসামিরা হলেন-কাকরাইল শাখার এসভিপি আনিসুর রহমান, এভিপি রুহুল আমিন, ইভিপি ওয়াসিকা আফরোজ, সাবেক ইভিপি মুফতি মোস্তাফিজুর রহমান, সাবেক এসইভিপি সালমা আক্তার, এভিপি এমারত হোসেন ফকির, সাবেক প্রিন্সিপাল অফিসার তৌহিদুল ইসলাম, এমভিপি শামীম এ মোরশেদ, কাকরাইল শাখার ভিপি খন্দকার রাশেদ আনোয়ার, এভিপি সিরাজুল ইসলাম, সাবেক ভিপি মোহাম্মদ মাহফুজ উল ইসলাম, কাকরাইল শাখার ডিএমডি মশিউর রহমান চৌধুরী ও সাবেক এমডি শামীম আহমেদ।