হোম > অপরাধ > ঢাকা

হেফাজতে নির্যাতনের অভিযোগে ডিবি কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের সময় নির্যাতন ও ৭৬টি চেকে জোর করে স্বাক্ষর নেওয়ার অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে এই মামলা দাখিল করা হয়।

রাজধানী উত্তরা এলাকার ব্যবসায়ী আতিকুর রহমান বাদী হয়ে এই মামলা দায়ের করেন। হেফাজতে নির্যাতন ও মৃত্যু নিবারণ আইনে দায়ের করা এই মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অর্গানাইজড ক্রাইম প্রিভেনশন ইউনিটের জ্যেষ্ঠ সহকারী কমিশনার নাজমুল হককে আসামি করা হয়েছে। অন্য যাদের আসামি করা হয়েছে তারা হলেন ডিবি পরিদর্শক সাইফুল ইসলাম, সাভারের জালেশ্বরের সাইদুর রহমান হাবিব ও উত্তরার ১১ নম্বর সেক্টরের ২ / ১ নম্বর সড়কের ৮ নম্বর বাড়ির মুকাররাম হোসেন জিমি।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমার পাল আজকের পত্রিকাকে বলেন, মামলা দাখিল করা হয়েছে। তিনি জানান, বুধবার বাদীর উপস্থিতিতে মামলা গ্রহণের বিষয়ে শুনানি হবে। বাদীর জবানবন্দি নেওয়া হবে।

উত্তরার পোশাক ব্যবসায়ী আতিকুর রহমান গোল্ডেন টাইমস সোয়েটার অ্যান্ড স্যুয়িং লিমিটেড এবং এএসআর কম্পিউটারাইজড সোয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক ও চেয়ারম্যান।

মামলায় পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ‘ক্ষমতার অপব্যবহারের’ অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া অন্যদের ‘পুলিশ কর্মকর্তাদের সহযোগী’ আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে ব্যবসার ছদ্মবেশে প্রতারণার অভিযোগ করা হয়েছে।

মামলায় বলা হয়েছে, দুই ব্যক্তির প্ররোচনায় ডিবি পুলিশের দুই কর্মকর্তা মামলার বাদীকে ডেকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে শারীরিক ও মানসিক নির্যাতন করেন। নির্যাতনের মাধ্যমে জোর করে বাদীর ৭৬টি ব্যাংক চেকে স্বাক্ষর নেন। বাদীর বিরুদ্ধে মিথ্যা মামলা করারও ভয় দেখানো হয়। 

আনিস আলমগীর এখনো ডিবি কার্যালয়ে

হাদিকে সিঙ্গাপুরে নিতে এয়ার অ্যাম্বুলেন্স এখন ঢাকায়

আনিস আলমগীর ও শাওনসহ ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় অভিযোগ

ওসমান হাদিকে গুলির ঘটনায় পল্টন থানায় মামলা

হাদিকে গুলি: আসামি গ্রেপ্তারের আশা ছেড়ে দিয়েছে পুলিশ

অফিস দখল নিয়ে জুলাই রেভেলসের দুজনকে জখম

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’