হোম > অপরাধ > ঢাকা

হেফাজতে নির্যাতনের অভিযোগে ডিবি কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের সময় নির্যাতন ও ৭৬টি চেকে জোর করে স্বাক্ষর নেওয়ার অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে এই মামলা দাখিল করা হয়।

রাজধানী উত্তরা এলাকার ব্যবসায়ী আতিকুর রহমান বাদী হয়ে এই মামলা দায়ের করেন। হেফাজতে নির্যাতন ও মৃত্যু নিবারণ আইনে দায়ের করা এই মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অর্গানাইজড ক্রাইম প্রিভেনশন ইউনিটের জ্যেষ্ঠ সহকারী কমিশনার নাজমুল হককে আসামি করা হয়েছে। অন্য যাদের আসামি করা হয়েছে তারা হলেন ডিবি পরিদর্শক সাইফুল ইসলাম, সাভারের জালেশ্বরের সাইদুর রহমান হাবিব ও উত্তরার ১১ নম্বর সেক্টরের ২ / ১ নম্বর সড়কের ৮ নম্বর বাড়ির মুকাররাম হোসেন জিমি।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমার পাল আজকের পত্রিকাকে বলেন, মামলা দাখিল করা হয়েছে। তিনি জানান, বুধবার বাদীর উপস্থিতিতে মামলা গ্রহণের বিষয়ে শুনানি হবে। বাদীর জবানবন্দি নেওয়া হবে।

উত্তরার পোশাক ব্যবসায়ী আতিকুর রহমান গোল্ডেন টাইমস সোয়েটার অ্যান্ড স্যুয়িং লিমিটেড এবং এএসআর কম্পিউটারাইজড সোয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক ও চেয়ারম্যান।

মামলায় পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ‘ক্ষমতার অপব্যবহারের’ অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া অন্যদের ‘পুলিশ কর্মকর্তাদের সহযোগী’ আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে ব্যবসার ছদ্মবেশে প্রতারণার অভিযোগ করা হয়েছে।

মামলায় বলা হয়েছে, দুই ব্যক্তির প্ররোচনায় ডিবি পুলিশের দুই কর্মকর্তা মামলার বাদীকে ডেকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে শারীরিক ও মানসিক নির্যাতন করেন। নির্যাতনের মাধ্যমে জোর করে বাদীর ৭৬টি ব্যাংক চেকে স্বাক্ষর নেন। বাদীর বিরুদ্ধে মিথ্যা মামলা করারও ভয় দেখানো হয়। 

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ