হোম > অপরাধ > ঢাকা

গাজীপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরে চালককে ছুরিকাঘাতে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোরে মহানগরের বাসন থানাধীন সার্ডি রোড এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম নুর ইসলাম (৪৫)। তিনি শেরপুর জেলার সদর উপজেলার বাকারকান্দা গ্রামের সুরুজ আলীর ছেলে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, নূর ইসলাম গাজীপুরের চান্দনা বউবাজার এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া বাড়িতে থেকে অটোরিকশা চালাতেন। গতকাল বুধবার রাত ১টার দিকে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন। রাত ১টা থেকে ভোর ৫টার মধ্যে কোনো এক সময়ে দুর্বৃত্তরা তাঁকে বুকে ও কানের কাছে ছুরিকাঘাত করে হত্যা করে লাশ ফেলে রেখে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়।

পুলিশ আরও জানায়, স্থানীয়রা সার্ডি রোড এলাকায় আজ ভোর আনুমানিক ৫টার দিকে রাস্তার ওপর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা তাঁর অটোরিকশা ছিনিয়ে নিতেই হত্যা করেছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে