হোম > অপরাধ > ঢাকা

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে হলি ফ্যামিলি মেডিকেলের সহকারী অধ্যাপক গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে দায়েরকৃত মামলায় হলি ফ্যামিলি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. সালাউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বুধবার রাজধানীর মগবাজারের ইস্কাটনের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে গতকাল মঙ্গলবার সালাউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে রমনা থানায় মামলা করেন ওই শিক্ষার্থী। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করা হয়েছে বলে জানান রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। 

এজাহারে বলা হয়েছে, বাদী হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্রী। গত বছরের জানুয়ারিতে কলেজের সহকারী অধ্যাপক ডা. সালাউদ্দিন চৌধুরী ফার্মাকোলজি প্রাইভেট পড়ানোর কথা বলে শিক্ষার্থীর কাছ থেকে দুই দফায় অগ্রিম ২০ হাজার টাকা নেন। তাঁকে শিক্ষকের বাসায় পড়তে যাওয়ার কথা বলা হয়। বাদী রাজি না হলে তাঁকে কলেজেই পড়াতে শুরু করেন ওই শিক্ষক। গত বছরের মার্চে করোনা মহামারিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। পরে কলেজ কর্তৃপক্ষ অনলাইনে আইটেম পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলে ডা. সালাউদ্দিন বিভিন্ন সময় অনলাইনে শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করেন এবং তাঁকে তাঁর বাসায় যেতে বলেন। এতে শিক্ষার্থী রাজি না হওয়ায় কলেজে বিভিন্ন সময় দেখা করে অনৈতিক প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হলে ছাত্রীকে আরও বেশি দিন কলেজে থাকতে হবে বলে হুমকি দেওয়া হয়।

গত ৬ নভেম্বর কলেজের সিঁড়ির পাশে শিক্ষক ওই ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করেন বলেও উল্লেখ করা হয় মামলায়। এর আগে ২২ ডিসেম্বর ডা. সালাউদ্দিনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ওই ছাত্রী।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার