হোম > অপরাধ > ঢাকা

ইয়াবা পাচারকালে বিমানবন্দর থেকে যাত্রী গ্রেপ্তার

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

লাগেজে করে ইয়াবা বিদেশে পাচারকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আব্দুল আজিজ নামে এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম। 

এর আগে গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের (বিজি-৩৩৯) ফ্লাইটটির নিরাপত্তা চেকিং চলাকালে ইয়াবাসহ আব্দুল আজিজকে আটক করেন স্ক্যানিং মেশিনে কর্তব্যরত অ্যাভিয়েশন সিকিউরিটির (অ্যাভসেক) সদস্যরা। 

নির্বাহী পরিচালক বলেন, ‘গতকাল রাত সাড়ে ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের (বিজি-৩৩৯) ফ্লাইটটির নিরাপত্তা চেকিং চলাকালে ইয়াবাসহ আব্দুল আজিজকে আটক করেন স্ক্যানিং মেশিনে কর্তব্যরত অ্যাভিয়েশন সিকিউরিটির (অ্যাভসেক) সদস্যরা। এ সময় তাঁর কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।’ 

নির্বাহী পরিচালক আরও বলেন, ‘স্ক্যানিং চলাকালে ওই যাত্রীর ব্যাগে সু-কৌশলে লুকানো অবস্থায় ইয়াবা সদৃশ বস্তু দেখতে পাওয়া যায়। ব্যাগটি খুলে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৩০ প্যাকেটে ৩ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় যাত্রীকে তাঁর সঙ্গে থাকা মোবাইল ও ব্যাগসহ আটক করা হয়েছে। পরে ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিমানবন্দর প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়।’ 

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি। 

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার