হোম > অপরাধ > ঢাকা

ইয়াবা পাচারকালে বিমানবন্দর থেকে যাত্রী গ্রেপ্তার

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

লাগেজে করে ইয়াবা বিদেশে পাচারকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আব্দুল আজিজ নামে এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম। 

এর আগে গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের (বিজি-৩৩৯) ফ্লাইটটির নিরাপত্তা চেকিং চলাকালে ইয়াবাসহ আব্দুল আজিজকে আটক করেন স্ক্যানিং মেশিনে কর্তব্যরত অ্যাভিয়েশন সিকিউরিটির (অ্যাভসেক) সদস্যরা। 

নির্বাহী পরিচালক বলেন, ‘গতকাল রাত সাড়ে ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের (বিজি-৩৩৯) ফ্লাইটটির নিরাপত্তা চেকিং চলাকালে ইয়াবাসহ আব্দুল আজিজকে আটক করেন স্ক্যানিং মেশিনে কর্তব্যরত অ্যাভিয়েশন সিকিউরিটির (অ্যাভসেক) সদস্যরা। এ সময় তাঁর কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।’ 

নির্বাহী পরিচালক আরও বলেন, ‘স্ক্যানিং চলাকালে ওই যাত্রীর ব্যাগে সু-কৌশলে লুকানো অবস্থায় ইয়াবা সদৃশ বস্তু দেখতে পাওয়া যায়। ব্যাগটি খুলে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৩০ প্যাকেটে ৩ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় যাত্রীকে তাঁর সঙ্গে থাকা মোবাইল ও ব্যাগসহ আটক করা হয়েছে। পরে ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিমানবন্দর প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়।’ 

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি। 

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি