হোম > অপরাধ > ঢাকা

মোটরসাইকেল পার্কিংয়ের জেরে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলিবর্ষণ

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় রাস্তার পাশে মোটরসাইকেল পার্কিংকে কেন্দ্র করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে নাঈম মিয়া নামে এক যুবকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়া হয়। অভিযোগ উঠেছে সবুজ মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে। 

এ ঘটনায় আজ আজ শনিবার দুপুরে রায়পুরা থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী। এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টায় রায়পুরা পৌর শহরের পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী নাঈম ইসলাম পৌর এলাকার থানাহাটি গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে। অপরদিকে অভিযুক্ত সবুজ মিয়া পৌরসভার পূর্বপাড়া এলাকার আফসার উদ্দিন ওরফে আফসু মেকারের ছেলে। 

খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় ঘটনাস্থল থেকে গুলির খোসা, সিসি টিভি ফুটেজ সংগ্রহ করেন তাঁরা। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত সবুজ পৌর শহরের পূর্ব পাড়ার বাসিন্দা। তাঁর বাড়িতে ঢোকার রাস্তার এক পাশে একটি মোটরসাইকেল পার্কিং করেন স্থানীয় দোকান মালিক নাঈম মিয়া। শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে পার্কিং করা মোটরসাইকেলের দেখতে পেয়ে মালিককে অকথ্য ভাষায় গাল মন্দ করেন সবুজ। পরে এ নিয়ে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এরই জেরে একপর্যায়ে নাঈমকে লক্ষ্য করে পিস্তল বের করে দুই রাউন্ড গুলি করেন সবুজ। ওই সময় উপস্থিত একজন তাঁকে সরিয়ে নেওয়ায় নাঈমের শরীরে গুলি লাগেনি। এ ঘটনার পর থেকে সবুজ পলাতক রয়েছেন। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা। 

ভুক্তভোগী নাঈম বলেন, ‘সবুজ মিয়ার সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে অস্ত্র বের করে। শরীফুজ্জামান নামে এক ব্যক্তি সেখান থেকে আমাকে সরিয়ে নেওয়ায় শরীরে গুলি লাগেনি। পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা ও পাশের একটি দোকান থেকে সিসি টিভি ফুটেজ সংগ্রহ করেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি। অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’ 

রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন জানান, ওই দিন রাতেই ঘটনাস্থল থেকে গুলির খোসা, সিসি টিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নাঈমের কাছ থেকে আজ দুপুরে লিখিত অভিযোগ পেয়েছি। মামলার প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্ত ব্যক্তিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। 

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক