রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হ্যান্ডকাফ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল সোমবার রাতে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতের নাম জহিরুল ইসলাম (৫১)।
র্যাব বলছে, এসব হ্যান্ডকাফ ব্যবহার করে অপরাধীরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ডাকাতি ছিনতাইসহ নানা অপরাধ করছে।
আজ মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র্যাব-৩-এর পুলিশ সুপার বীণা রানী দাস।
এসপি বীণা জানান, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যাব-৩ জানতে পারে, রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অপরাধীদের কাছে হ্যান্ডকাফ বিক্রি করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে অবৈধ হ্যান্ডকাফসহ জহিরুল ইসলাম (৫১) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে ৪৬৭টি হ্যান্ডকাফ, ৯২৭টি হ্যান্ডকাফের চাবি, একটি মোবাইল ফোন এবং দুটি সিমকার্ড জব্দ করা হয়।
বীণা রানী দাস আরও জানান, হ্যান্ডকাফ ব্যবহার করে অপরাধীরা ভুয়া ডিবি, র্যাব সদস্য, ডিজিএফআই সদস্য, এনএসআই সদস্য এবং আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ডাকাতি, ছিনতাই, অপহরণ করে মুক্তিপণ আদায়সহ ভয়ংকর অপরাধ সংঘটিত করে আসছে।