হোম > অপরাধ > ঢাকা

সাভার থেকে অপহৃত শিশু ৩ দিন পর পাবনা থেকে উদ্ধার

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের রাজ ফুলবাড়িয়া এলাকা থেকে অপহরণের তিন দিনের পর ১২ বছরের এক কন্যাশিশুকে পাবনার ঈশ্বরদী থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম। এর আগে গত ২১ এপ্রিল সাভারের রাজ ফুলবাড়িয়া এলাকা থেকে ওই শিশুকে অপহরণ করা হয়। গ্রেপ্তার যুবকের নাম সজিব (২৪)। তিনি কুষ্টিয়ার দৌলতপুর থানার গাছেদিয়া গ্রামের মো. আরানের ছেলে ও সাভারে রাজ ফুলবাড়িয়া এলাকার মজিবুর রহমানের বাড়ির ভাড়াটিয়া। 

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ওই যুবক তাঁর প্রতিবেশীর ১২ বছর বয়সী এক কন্যাশিশুকে কৌশলে অপহরণ করে পাবনার ঈশ্বরদী এলাকায় নিয়ে যায়। ওই এলাকায় সজিবের মামার বাড়ি। অপহৃত শিশুকে খোঁজাখুঁজি করে না পেয়ে ভুক্তভোগী শিশুর মা সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করেন। শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে শিশুটিকে ঈশ্বরদী থেকে উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তার করা হয় অপহরণকারী যুবক সজিবকে। 

সাভার মডেল থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম বলেন, সজিব মেয়েটির প্রতিবেশী ছিল। তাঁরা সামনাসামনি কক্ষে বসবাস করত। মেয়েটি স্থানীয় এক স্কুলে ক্লাস সেভেনে পড়ত। ভুক্তভোগী শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত সজিবকে আদালতে পাঠানো হয়েছে।

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল