হোম > অপরাধ > ঢাকা

সোনারগাঁয়ে নিখোঁজের ৮ দিন পর যুবকের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের আট দিন পর পৌরসভার বাগমহিষা ঋষিপাড়া এলাকার ডোবা থেকে ফয়সাল নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে র‍্যাব-১১। আজ শুক্রবার ভোরে এই মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার বিকেলে ঋষিপাড়া এলাকা থেকে তথ্যপ্রযুক্তির মাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপূর্ব শীলকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ফয়সাল মিয়া সোনারগাঁ পৌরসভার লাহাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। এদিকে গ্রেপ্তার হওয়া অপূর্ব শীল পৌরসভার বাগমহিষা ঋষিপাড়া গ্রামের তপন শীলের ছেলে।

র‍্যাব-১১-এর (সিইও) লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, গত ২৬ জানুয়ারি রাতে ফয়সাল মামার বাড়ি থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে তাঁর মামা মানিক বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে র‍্যাব তদন্ত করে ফয়সালের মোবাইল নম্বর প্রযুক্তির মাধ্যমে পরীক্ষা করে অপূর্ব শীলকে শনাক্ত করে জিজ্ঞাসাবাদ করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

তানভীর মাহমুদ পাশা আরও জানান, পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত