হোম > অপরাধ > ঢাকা

সাভারে চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারে মার্কেটের দোকানে দাবি করা চাঁদা না দেওয়ায় দোকানিকে মারধরের ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা পাভেল আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সাভার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পাভেল ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার পুকুরপার গ্রামের হেফজু মিয়ার ছেলে এবং সাভার থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি সাভারের মজিদপুর এলাকায় বসবাস করেন। 

মামলায় বাকি আসামিরা হলেন সাভার পৌরসভার মজিদপুর এলাকার মৃত ছাদেক আলী ফরাজীর ছেলে আব্দুস সালাম ফরাজী (৫৫), একই এলাকার মৃত আফসার উদ্দিনের ছেলে আনোয়ার হোসাইন (৫৪), মৃত আমিন মিয়ার ছেলে বেলাল উদ্দিন ওরফে মনা (৪৬), শাহীবাগ এলাকার রুহুল আমিন মিস্ত্রির ছেলে মো. রিপন (৩২)। এ ছাড়া অজ্ঞাত আরও পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে। 

অভিযোগ সূত্রে জানা যায়, জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থার উদ্যোগে নির্মিত সাভারের জাতীয় অন্ধ সংস্থা মার্কেটে চাঁদা দাবি করে আসছিলেন পাভেলসহ তাঁর সহযোগীরা। মার্কেটের ব্যবসায়ী মোহাম্মদ হাসানের কাছে কয়েক দিন যাবৎ এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা পাভেল আহমেদ। তা না হলে সাভারে ব্যবসা পরিচালনা করতে পারবে না বলেও ওই ব্যবসায়ীকে হুমকি দেওয়া হয়। দাবি করা চাঁদা দিতে অস্বীকৃত জানালে অভিযুক্ত ব্যক্তিরা ফেসবুক লাইভে বিভিন্ন মিথ্যা তথ্য উপস্থাপন করেন। 

ভুক্তভোগী ব্যবসায়ী মো. হাসানের চাচাতো ভাই মহব্বত আলী নামে এক ব্যক্তি সাভার মডেল থানায় মামলা দায়ের করেছেন। 

জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থার মহাসচিব আইয়ুব আলী হাওলাদার বলেন, ‘অন্ধ মার্কেটে পাভেলের নিজস্ব কোনো দোকান নেই। কিন্তু তারা ১৩ লাখ টাকা চুক্তিতে অন্য একজনের মাধ্যমে বা নামে দোকান নিয়ে ৫ লাখ টাকা পরিশোধ করে। পরবর্তী সময় কোনো টাকা না দিয়ে পাভেল লাইব্রেরি নামে দোকান পরিচালনা করতে থাকে। এ ছাড়া অন্ধ মার্কেটের বিভিন্ন দোকান থেকে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অন্ধ মার্কেটের কর্মচারীকে মারধর করে। পরে থানায় অভিযোগ দায়ের করি।’ 

ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা বলেন, ‘পাভেলের বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে শুনেছি। যদি সে সত্যিই অপরাধী হয়, আমরা তাঁর বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত নেব। আমরাও খোঁজখবর নিয়ে দেখছি, অভিযোগের সত্যতা কতটুকু।’ 

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পাভেল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। 

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯