হোম > অপরাধ > ঢাকা

মামুনুলের ২৪ দিনের রিমান্ড আবেদন, শুনানি ৯ মে

প্রতিনিধি

নারায়ণগঞ্জ: হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে সহিংসতা ও ধর্ষনের অভিযোগে করা পৃথক তিন মামলায় ২৪ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ন কবীরের আদালতে রিমান্ড আবেদন করা হয়। আদালতে শুনানি শেষে আসামীর উপস্থিতিতে ৯ মে রিমান্ড ও শোন অ্যারেস্ট শুনানির দিন ধার্য করেছে।

নারায়ণগঞ্জ আদালত পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান জানিয়েছেন, মামুনুলের কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্ণার দায়ের করা ধর্ষণ মামলায় পুলিশ ১০ দিনের রিমান্ডে চেয়ে ও তাকে শোন অ্যারেস্ট দেখানোর আবেদন করেছে। একই সাথে সোনারগাঁও রয়েল রিসোর্টে ও যুবলীগ নেতার বাড়ি হামলা ভাংচুর ও সহিংসতার ঘটনায় পুলিশের দায়ের করা পৃথক দুটি মামলায় সাত দিন করে ১৪ দিনের রিমান্ডসহ তাকে শোন অ্যারেস্টের আবেদন করেছে পুলিশ।

প্রলোভন দেখিয়ে বিয়ে না করা এবং আটক রাখার অভিযোগে হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের বিরুদ্ধে শুক্রবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় এসে মামুনুল হকের বিরুদ্ধে ঝর্ণা একটি মামলা করেন। এর আগে গত ৩ এপ্রিল সোনারগাঁও রয়েল রিসোর্ট এ হামলা ও সহিংসতার ঘটনা ঘটে । হামলার পর তার অনুসারীরা মামুনুল হককে ছিনিয়ে নিয়ে যায়, পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সহিংসতা চালায়, আওয়ামীলীগ অফিস ও যুবলীগ নেতার ঘরবাড়ি ভাংচুর করে। এ ঘটনায় মামুনুল হককে আসামী করে পুলিশ পৃথক দুইটি মামলা দায়ের করেন।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট