হোম > অপরাধ > ঢাকা

ছুরিকাঘাতে কেয়ারটেকার নিহত, আহত প্রবাসী মালিক

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে একটি খামার বাড়ির কেয়ারটেকার আহাদ আলীকে (৪৫) ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তের কোপে আহত হন বাড়ির মালিক যুক্তরাজ্যপ্রবাসী মুরাদ হোসেন (৬৫)। 

আজ রোববার ভোরে গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। নিহত ওই বাড়ির কেয়ারটেকার আহাদ আলীর বাড়ি কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামে। 

গোপালগঞ্জ সদর থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

নিহতের স্বজনেরা জানান, যুক্তরাজ্যপ্রবাসী প্যারালাইসিস মুরাদ হোসেন তাঁর কেয়ারটেকার আহাদকে নিয়ে ওই খামার বাড়িতে থাকেন। আহাদ অসুস্থ মুরাদ ও তাঁর খামার বাড়ি দেখভাল করতেন। এ বাড়িতে রয়েছে বড় একটি গরুর খামার ও পুকুর। আজ ভোরের দিকে দুর্বৃত্তরা একতলা ভবনের জানালার গ্লাস খুলে ভেতরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালংকার, ল্যাপটপসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। টের পেয়ে বাধা দিতে গেলে কেয়ারটেকার ও মুরাদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। 

মুরাদের চাচাতো ভাই আজিজুর রহমান বলেন, ‘সকালে প্রতিবেশীরা খামার বাড়ির দরজা খোলা দেখতে পেয়ে ঘরে ঢুকে তাঁদের পড়ে থাকতে দেখেন। আমরা এসে মুরাদকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করি। মুরাদের চোখ, মুখ, মাথাসহ বেশ কয়েকটি স্থানে কোপের চিহ্ন রয়েছে। উন্নত চিকিৎসার জন্য মুরাদকে ঢাকায় পাঠানো হয়েছে।’ 

গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা জানান, ঘটনার তদন্তে ক্রাইমসিনসহ পুলিশের সব কটি ইউনিট কাজ করছে।

রাজধানীর বসুন্ধরায় মোটরসাইকেলে প্রাইভেটকারের ধাক্কা, মারধরে আইনজীবীর মৃত্যু

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন