হোম > অপরাধ > ঢাকা

ছুরিকাঘাতে কেয়ারটেকার নিহত, আহত প্রবাসী মালিক

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে একটি খামার বাড়ির কেয়ারটেকার আহাদ আলীকে (৪৫) ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তের কোপে আহত হন বাড়ির মালিক যুক্তরাজ্যপ্রবাসী মুরাদ হোসেন (৬৫)। 

আজ রোববার ভোরে গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। নিহত ওই বাড়ির কেয়ারটেকার আহাদ আলীর বাড়ি কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামে। 

গোপালগঞ্জ সদর থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

নিহতের স্বজনেরা জানান, যুক্তরাজ্যপ্রবাসী প্যারালাইসিস মুরাদ হোসেন তাঁর কেয়ারটেকার আহাদকে নিয়ে ওই খামার বাড়িতে থাকেন। আহাদ অসুস্থ মুরাদ ও তাঁর খামার বাড়ি দেখভাল করতেন। এ বাড়িতে রয়েছে বড় একটি গরুর খামার ও পুকুর। আজ ভোরের দিকে দুর্বৃত্তরা একতলা ভবনের জানালার গ্লাস খুলে ভেতরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালংকার, ল্যাপটপসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। টের পেয়ে বাধা দিতে গেলে কেয়ারটেকার ও মুরাদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। 

মুরাদের চাচাতো ভাই আজিজুর রহমান বলেন, ‘সকালে প্রতিবেশীরা খামার বাড়ির দরজা খোলা দেখতে পেয়ে ঘরে ঢুকে তাঁদের পড়ে থাকতে দেখেন। আমরা এসে মুরাদকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করি। মুরাদের চোখ, মুখ, মাথাসহ বেশ কয়েকটি স্থানে কোপের চিহ্ন রয়েছে। উন্নত চিকিৎসার জন্য মুরাদকে ঢাকায় পাঠানো হয়েছে।’ 

গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা জানান, ঘটনার তদন্তে ক্রাইমসিনসহ পুলিশের সব কটি ইউনিট কাজ করছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন