হোম > অপরাধ > ঢাকা

ভারতীয় টিভি সিরিজ ‘সিআইডি’ দেখে এটিএম বুথে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এটিএম মেশিন ভাঙার মতো বুদ্ধি তাঁদের ছিল না। তবে ভারতীয় টিভি সিরিজ ‘সিআইডি’ দেখে দুর্ধর্ষ এই ডাকাতির কৌশল ঠিকই শিখে নেন তাঁরা। পরে পরিকল্পনামতো সিলেটের ওসমানীনগরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) এটিএম বুথ ভেঙে লুট করেন ২৪ লাখ টাকা। 

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদে এমন তথ্য পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুগ্ম কমিশনার হারুন অর রশীদ জানান, মঙ্গলবার রাতে ঢাকা থেকে নূর মোহাম্মদ, শামীম আহমেদ ও আব্দুল হালিমকে গ্রেপ্তার করা হয়। 

হারুন বলেন, চক্রটির প্রধান শামীম আহম্মেদের প্রযুক্তিজ্ঞান রয়েছে। তিনি ওমান থেকে বেশ কয়েক বছর আগে দেশে ফেরেন। দেশে এসে তিনি তেমন কোনো কাজ করছিলেন না। তবে নিয়মিত ‘সিআইডি’ দেখতেন। সিআইডি দেখেই অপরাধের পরিকল্পনা করেন তিনি। তাঁর পরিকল্পনা অনুযায়ী এটিএম বুথ থেকে টাকা লুট করা হয়।

ডিএমপির যুগ্ম কমিশনার আরও বলেন, সিসি ক্যামেরায় কালো রং স্প্রে করা, মুখমণ্ডলে কাপড় পেঁচিয়ে শাবল দিয়ে বুথ ভাঙা, সবই ‘সিআইডি’ দেখে শেখেন তাঁরা। 
 
পুলিশের দাবি, ১২ সেপ্টেম্বরের ওই ঘটনায় মোট ২৪ লাখ লুট করা হয়। এর মধ্যে ১০ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। টাকার একটি অংশ দিয়ে তাঁরা জুয়া খেলেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় জড়িত জহির নামে একজন এখনো পলাতক আছে।

সংবাদ সম্মেলনে ডিবির সাইবার ইউনিটের উপপুলিশ কমিশনার শরীফুল ইসলাম বলেন, তদন্ত চলছে, সিলেট পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ করবে। তাঁরা আরও বিস্তারিত তদন্তে তুলে ধরবেন। 

১২ সেপ্টেম্বর ভোরে চার সদস্যের মুখোশ পরা একদল ডাকাত উপজেলার সাদিপুর ইউনিয়নের শেরপুর নতুনবাজার ইউনুছ ম্যানশনের নিচতলায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এটিএম বুথে হানা দেয়। এ সময় ডাকাতেরা বুথের নিরাপত্তারক্ষীকে হাত-মুখ বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে বুথের লকার ভেঙে ২৪ লাখ ২৫ হাজার ৫০০ টাকা লুট করে নিয়ে যায়। 

এ ঘটনার পর ১২ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শেরপুর শাখার ব্যবস্থাপক সৈয়দ আশরাফুল আমিন বাদী হয়ে ওসমানীনগর থানায় একটি মামলা করেন। 

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন