হোম > অপরাধ > ঢাকা

চকরিয়ায় কিশোরী ধর্ষণের অভিযোগে মামলা

প্রতিনিধি

চকরিয়া (কক্সবাজার): কক্সবাজারের চকরিয়ায় ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় গতকাল সোমবার সন্ধ্যায় ওই কিশোরীর মা বাদী হয়ে দুজনকে আসামি করে চকরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

মামলার নথি ও কিশোরীর মায়ের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই জুন বিকেলে ওই কিশোরীকে প্রতিবেশী ফখরুল ইসলামের মেয়ে রোকশানা আক্তার বিয়ের দাওয়াত দেয়। দাওয়াতে খাবার খাওয়ার সময় ওই কিশোরীকে ঘুমের ওষুধ মিশানো পানি পান করান রোকশানা। পরে ওই কিশোরী অজ্ঞান হয়ে পড়েন। এ সময় বাড়িটিতে অবস্থান করা একই এলাকার নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ ইউনুছ ওই কিশোরীকে ধর্ষণ করে। পরে অনেক চেষ্টার পর জ্ঞান না ফেরায় ধর্ষণের পরদিন (৩ জুন) অভিযুক্তরা কিশোরীকে অজ্ঞান অবস্থায় তার নিজ ঘরে রেখে আসেন।

পরে কিশোরীর শারীরিক অবস্থা অবনতি হলে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করায় পরিবার। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জ্ঞান ফিরলে পুরো ঘটনা তার মাকে জানায়। এরপর গতকাল সোমবার (৭ জুন) কিশোরীর মা বাদী হয়ে দুজনকে আসামি করে থানায় একটি ধর্ষণ মামলা করেন।

চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, খুটাখালীতে কিশোরী ধর্ষণের অভিযোগে ওই কিশোরীর মা দুজনের বিরুদ্ধে মামলা করেছেন। আসামিদের ধরতে পুলিশ কাজ করছে।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ