হোম > অপরাধ > ঢাকা

৩১ বছর পর দেশে ফিরে গ্রেপ্তার ফ্রিডম পার্টির শামসুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর শাহজাহানপুর এলাকায় অভিযান চালিয়ে ফ্রিডম পার্টির ক্যাডার শামসুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশ্যান ব্যাটালিয়ন (র‍্যাব)।

তিনি ১৯৯০ সালে ময়মনসিংহে খুন ও অস্ত্র মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। ১৯৯১ সালে জামিনে বেড়িয়ে বিদেশে পালিয়ে যায়। দীর্ঘদিন বিভিন্ন দেশে কাটিয়ে গত মাসে দেশে আসে শামসুল ইসলাম। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল তাকে গ্রেপ্তার করে র‍্যাব। 

আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-২ এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মো. ফজলুল হক। 

ফজলুল হক জানান, ১৯৯০ সালের ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার পূরবী সিনেমা এলাকায় ফ্রিডম পার্টির অফিসের সামনে মো. হারুন অর রশিদ (২৫) নামের একজনকে গুলি করে হত্যা করে পার্টির সদস্যরা। এ সময় আরও চারজন আহত হন। 

এই ঘটনার পরে হত্যায় জড়িত শামসুল ইসলামসহ মোট ৩০ জনকে অস্ত্রসহ আটক করে ত্রিশাল থানার পুলিশ। পরে তাদের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি থানায় হত্যা ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। মামলা তদন্ত শেষে ৩০ জনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। বিচারিক কার্যক্রম শেষে ২০১৭ সালের ৯ মে ময়মনসিংহের দ্রুত বিচার ট্রাইব্যুনাল মামলায় ৩০ জন আসামির মধ্যে ২৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। বাকি তিনজন মৃত্যুবরণ করায় তাদের নাম বাদ দেওয়া হয়। তবে গ্রেপ্তার হওয়ার পরে ১৯৯১ সালে জামিনে বের হয়ে দেশ ছাড়ে শামসুল। নিম্ন আদালতে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলেও এরপর থেকে পলাতক ছিলেন তিনি। 

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এ কর্মকর্তা।

রাজধানীর উত্তরা‌য় সাততলা ভবনে আগুন, ৩ জনের মৃত্যু

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন