চাঁদরাতে সাবেক স্ত্রীর বাবার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন ছাত্রলীগ নেতা। হঠাৎ কী মনে করে গুলি ছুড়তে থাকেন তিনি। বাড়ি থেকে সাবেক স্ত্রীর ভাই বেরিয়ে এলে তাঁর সামনেই বাড়ি লক্ষ্য করে আরও কয়েক রাউন্ড গুলি ছুড়ে চলে যান তিনি। পুলিশ এখন তাঁকে খুঁজছে।
গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর উত্তরখানের মুন্ডার অলংকার মোড়সংলগ্ন দাউদের বাড়িতে এ ঘটনা ঘটে। আজ শনিবার বেলা ১১টায় আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবুল কালাম।
ওই ছাত্রলীগ নেতার নাম মো. রিপন হোসেন। তিনি উত্তরখান থানা ছাত্রলীগের সাবেক সহসভাপতি। রিপন উত্তরখানের আটিপাড়া আনসার ভিডিপি ব্যাংকের পেছনের বাড়ির আরিফ হোসেন ও নুর জাহান বেগম দম্পতির ছেলে। বর্তমানে রাজনীতির পাশাপাশি রাজাবাড়ী থেকে তেরমুখ এলাকা পর্যন্ত ড্রেজারের ব্যবসা করেন।
স্থানীয়রা ও ভুক্তভোগী পরিবার বলছে, প্রেমের সম্পর্কের পর চলতি বছরের জানুয়ারিতে রিপনের সঙ্গে বিয়ে হয় ওই তরুণীর। এর মাসখানেক পর তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে রিপনের অত্যাচার বেড়ে যায়। এর মধ্যে ওই তরুণীকে তাঁর পরিবার অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা করলেও সেখান বাধার কারণ হন রিপন।
ভুক্তভোগী পরিবারের সদস্যদের বরাত দিয়ে এসআই ওয়ারেছ বলেন, ‘গুলির শব্দ শুনে পুতুলের ভাই ঘর থেকে বাইরে বের হয়। পরে তাঁর সামনে দুই-তিন রাউন্ড গুলি করে চলে যায় রিপন।’
উত্তরখান থানার ওসি কাজী আবুল কালাম আজকের পত্রিকাকে বলেন, ‘মুন্ডা এলাকার একটি বাড়িতে গুলির ঘটনায় মামলা হচ্ছে। আসামিকে আটকের চেষ্টা চলছে।’
গুলির কারণ প্রসঙ্গে জানতে চাইলে ওসি আবুল কালাম বলেন, ‘বিষয়টি মেয়েসংক্রান্ত ঝামেলা।’