হোম > অপরাধ > ঢাকা

ফতুল্লায় অপহৃত সিএনজিচালক উদ্ধার, গ্রেপ্তার ৩ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় অপহরণের শিকার সিএনজিচালক সাইফুল ইসলামকে (৪৫) উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে তিন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ফতুল্লার নয়ামাটি এলাকায় অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন নয়ামাটি লামাপাড়া এলাকার সাব্বির (২৬), একই এলাকার মনির (৩৪) ও লোকমান (২৮)। এই ঘটনায় অপহৃত চালকের স্ত্রী আক্তারা বেগম (৩৫) বাদী হয়ে থানায় মামলা করেছেন।

মামলায় বাদী অভিযোগ করেন, গত বুধবার রাত ১০টার দিকে সিএনজি চালানো শেষে বাড়ি ফেরার পথে চাষাঢ়া রেললাইন এলাকায় আসামিরা তাকে অপহরণ করে একটি সিএনজিতে তুলে নেয়। এরপর তাকে লামাপাড়া এলাকায় নিয়ে আসে। রাত ৩টার দিকে আসামিরা বাদীকে ফোন দিয়ে ২ লাখ টাকা দাবি করে। টাকা দিতে না পারলে হত্যার হুমকি দেওয়া হয় ও মারধরে করে সাইফুলের আর্তনাদ ফোনে শোনায় তারা।

গতকাল বৃহস্পতিবার সকালে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আসামিদের নম্বরে ৫ হাজার টাকা পাঠানো হয়। এরপর পুলিশকে অবগত করে কৌশলে রাত ৮টায় মুক্তিপণের বাকি টাকা নিতে নয়ামাটি এলাকায় আসতে বলা হয় আসামিদের। টাকা নিতে এলে প্রথমে সাব্বিরকে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী মনির ও লোকমানকে আটক করলে পালিয়ে যায় আরও ৩-৪ জন। 

অভিযানে নেতৃত্ব দেওয়া উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক বলেন, ‘আমরা প্রথমে বিকাশের দোকান খুঁজে বের করি। এরপর সাদা পোশাকে পুরো এলাকা ঘিরে রাখে পুলিশ সদস্যরা। রাত আটটার দিকে সাব্বির মোবাইল দোকানে টাকা নিতে এলে তাকে আটক করা হয়। পরে সাব্বিরের স্বীকারোক্তি অনুযায়ী অপহৃত সিএনজি চালককে উদ্ধার ও আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। আসামিদের আজ বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি, গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়ে ১৫ জানুয়ারি

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান