হোম > অপরাধ > ঢাকা

ফতুল্লায় অপহৃত সিএনজিচালক উদ্ধার, গ্রেপ্তার ৩ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় অপহরণের শিকার সিএনজিচালক সাইফুল ইসলামকে (৪৫) উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে তিন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ফতুল্লার নয়ামাটি এলাকায় অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন নয়ামাটি লামাপাড়া এলাকার সাব্বির (২৬), একই এলাকার মনির (৩৪) ও লোকমান (২৮)। এই ঘটনায় অপহৃত চালকের স্ত্রী আক্তারা বেগম (৩৫) বাদী হয়ে থানায় মামলা করেছেন।

মামলায় বাদী অভিযোগ করেন, গত বুধবার রাত ১০টার দিকে সিএনজি চালানো শেষে বাড়ি ফেরার পথে চাষাঢ়া রেললাইন এলাকায় আসামিরা তাকে অপহরণ করে একটি সিএনজিতে তুলে নেয়। এরপর তাকে লামাপাড়া এলাকায় নিয়ে আসে। রাত ৩টার দিকে আসামিরা বাদীকে ফোন দিয়ে ২ লাখ টাকা দাবি করে। টাকা দিতে না পারলে হত্যার হুমকি দেওয়া হয় ও মারধরে করে সাইফুলের আর্তনাদ ফোনে শোনায় তারা।

গতকাল বৃহস্পতিবার সকালে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আসামিদের নম্বরে ৫ হাজার টাকা পাঠানো হয়। এরপর পুলিশকে অবগত করে কৌশলে রাত ৮টায় মুক্তিপণের বাকি টাকা নিতে নয়ামাটি এলাকায় আসতে বলা হয় আসামিদের। টাকা নিতে এলে প্রথমে সাব্বিরকে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী মনির ও লোকমানকে আটক করলে পালিয়ে যায় আরও ৩-৪ জন। 

অভিযানে নেতৃত্ব দেওয়া উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক বলেন, ‘আমরা প্রথমে বিকাশের দোকান খুঁজে বের করি। এরপর সাদা পোশাকে পুরো এলাকা ঘিরে রাখে পুলিশ সদস্যরা। রাত আটটার দিকে সাব্বির মোবাইল দোকানে টাকা নিতে এলে তাকে আটক করা হয়। পরে সাব্বিরের স্বীকারোক্তি অনুযায়ী অপহৃত সিএনজি চালককে উদ্ধার ও আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। আসামিদের আজ বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

‘যেকোনো মুহূর্তে’ যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকায় ঘন কুয়াশা : ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে