হোম > অপরাধ > ঢাকা

চাঁদার দাবিতে রংমিস্ত্রিকে পিটিয়ে জখম

প্রতিনিধি

বন্দর (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় ৫০ হাজার টাকা চাঁদা না পেয়ে নাঈম (৪২) নামের এক রংমিস্ত্রিকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে স্থানীয় বখাটেদের বিরুদ্ধে। গতকাল শনিবার বিকেল ৫টায় বন্দর থানার কুশিয়ারার হাজি আব্দুল মালেক উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় এলাকাবাসী নাঈমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নাঈম মিয়া বন্দর উপজেলার কুশিয়ারা এলাকায় অবস্থিত হাজি আব্দুল মালেক উচ্চবিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে রঙের কাজ করতে আসেন। এ সময় কুশিয়ারা এলাকার মৃত ইসহাক মিয়ার ছেলে মামুন ও একই এলাকার দেলোয়ার মিয়ার ছেলে রাহিম স্কুলে প্রবেশ করে রংমিস্ত্রির কাছে ৫০ হাজার টাকা দাবি করে। নাঈম টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ওই সময় মামুন ও রাহিম ক্ষিপ্ত হয়। পরে বিকেলে স্কুলের সামনে এসে এসএস পাইপ দিয়ে নাঈমের মাথা ও হাতে পিটিয়ে জখম করে বখাটেরা পালিয়ে যায়। এর আগেও কয়েকবার তারা রহিমের কাছে অর্থ দাবি করেছিল বলে জানান স্থানীয়রা।

এ ঘটনায় আহত রংমিস্ত্রি নাঈম বাদী হয়ে ঘটনার দিন রাতে মামুন ও রাহিমের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে বন্দর থানার উপপরিদর্শক আসলাম হোসেন বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে বন্দর থানার একটি পুলিশ টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগটির বিষয়ে তদন্ত চলছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট