হোম > অপরাধ > ঢাকা

চাঁদার দাবিতে রংমিস্ত্রিকে পিটিয়ে জখম

প্রতিনিধি

বন্দর (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় ৫০ হাজার টাকা চাঁদা না পেয়ে নাঈম (৪২) নামের এক রংমিস্ত্রিকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে স্থানীয় বখাটেদের বিরুদ্ধে। গতকাল শনিবার বিকেল ৫টায় বন্দর থানার কুশিয়ারার হাজি আব্দুল মালেক উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় এলাকাবাসী নাঈমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নাঈম মিয়া বন্দর উপজেলার কুশিয়ারা এলাকায় অবস্থিত হাজি আব্দুল মালেক উচ্চবিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে রঙের কাজ করতে আসেন। এ সময় কুশিয়ারা এলাকার মৃত ইসহাক মিয়ার ছেলে মামুন ও একই এলাকার দেলোয়ার মিয়ার ছেলে রাহিম স্কুলে প্রবেশ করে রংমিস্ত্রির কাছে ৫০ হাজার টাকা দাবি করে। নাঈম টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ওই সময় মামুন ও রাহিম ক্ষিপ্ত হয়। পরে বিকেলে স্কুলের সামনে এসে এসএস পাইপ দিয়ে নাঈমের মাথা ও হাতে পিটিয়ে জখম করে বখাটেরা পালিয়ে যায়। এর আগেও কয়েকবার তারা রহিমের কাছে অর্থ দাবি করেছিল বলে জানান স্থানীয়রা।

এ ঘটনায় আহত রংমিস্ত্রি নাঈম বাদী হয়ে ঘটনার দিন রাতে মামুন ও রাহিমের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে বন্দর থানার উপপরিদর্শক আসলাম হোসেন বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে বন্দর থানার একটি পুলিশ টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগটির বিষয়ে তদন্ত চলছে।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক