হোম > অপরাধ > ঢাকা

চাঁদার দাবিতে রংমিস্ত্রিকে পিটিয়ে জখম

প্রতিনিধি

বন্দর (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় ৫০ হাজার টাকা চাঁদা না পেয়ে নাঈম (৪২) নামের এক রংমিস্ত্রিকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে স্থানীয় বখাটেদের বিরুদ্ধে। গতকাল শনিবার বিকেল ৫টায় বন্দর থানার কুশিয়ারার হাজি আব্দুল মালেক উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় এলাকাবাসী নাঈমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নাঈম মিয়া বন্দর উপজেলার কুশিয়ারা এলাকায় অবস্থিত হাজি আব্দুল মালেক উচ্চবিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে রঙের কাজ করতে আসেন। এ সময় কুশিয়ারা এলাকার মৃত ইসহাক মিয়ার ছেলে মামুন ও একই এলাকার দেলোয়ার মিয়ার ছেলে রাহিম স্কুলে প্রবেশ করে রংমিস্ত্রির কাছে ৫০ হাজার টাকা দাবি করে। নাঈম টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ওই সময় মামুন ও রাহিম ক্ষিপ্ত হয়। পরে বিকেলে স্কুলের সামনে এসে এসএস পাইপ দিয়ে নাঈমের মাথা ও হাতে পিটিয়ে জখম করে বখাটেরা পালিয়ে যায়। এর আগেও কয়েকবার তারা রহিমের কাছে অর্থ দাবি করেছিল বলে জানান স্থানীয়রা।

এ ঘটনায় আহত রংমিস্ত্রি নাঈম বাদী হয়ে ঘটনার দিন রাতে মামুন ও রাহিমের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে বন্দর থানার উপপরিদর্শক আসলাম হোসেন বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে বন্দর থানার একটি পুলিশ টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগটির বিষয়ে তদন্ত চলছে।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ