নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকায় তল্লাশি চালিয়ে ২৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ পারভেজ মিয়া (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়। পারভেজ মিয়া কক্সবাজার পৌরসভার মোহাজেরপাড়া গ্রামের আবু মিয়ার ছেলে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে একটি মাদক চক্র আসছে খবর পেয়ে আজ সোমবার ভোর থেকেই মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকায় পুলিশ চেক পোস্ট বসিয়ে তল্লাশি চালায়। পরে চেক পোস্টের সামনে থেকে ২৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ পারভেজ মিয়াকে নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। মাদক কারবারি চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তারকৃত পারভেজ মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।