হোম > অপরাধ > ঢাকা

দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হাজি সেলিম দেশ ছেড়েছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুর্নীতি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ঢাকা-৭ আসনের আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম দেশ ছেড়েছেন। গত শনিবার বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশ্য তিনি রওনা হন বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন হাজি সেলিমের ছেলে মোহাম্মদ ইরাফান সেলিম। 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিম আজকের পত্রিকাকে বলেন, তিনি (হাজি সেলিম) মেডিকেল চেকআপের জন্য দুদিন আগে ব্যাংকক গিয়েছেন। আগামী ৮ মে তাঁর দেশে ফেরার কথা রয়েছে। 

জানা গেছে, গত শনিবার তিনটি গাড়ির বহর নিয়ে আজিমপুর কবরস্থানে যান হাজী সেলিম। সেখানে পরিবারের মৃত সদস্যদের কবর জিয়ারত করে বিমানবন্দরে যান। তবে এ সময় তাঁর পরিবারের কোনো সদস্য তাঁর সঙ্গে ছিলেন না। 

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে হাজি সেলিমের ১০ বছর সাজা বহাল রেখে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় গত ১০ ফেব্রুয়ারি প্রকাশিত হয়। রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে হাজি সেলিমকে ঢাকার বিশেষ জজ আদালত-৭-এ আত্মসমর্পণ করতে নির্দেশ দেন হাইকোর্ট। এই সময়সীমার মধ্যেই আওয়ামী লীগের এই সাংসদ দেশ ছাড়লেন। 

এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খোরশেদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি যত দূর জানি তিনি যাওয়ার আগে কোর্টের কোনো অনুমতি নেননি। একজন সাজাপ্রাপ্ত আসামি কোর্টের অনুমতি না নিয়ে এভাবে বিদেশ যেতে পারার কোনো প্রশ্নই আসে না। তাঁকে ৩০ দিনের মধ্যে আত্মসমর্পণের আদেশ দেওয়া হয়েছে। তা না করে কোন আইনের বলে উনি বিদেশ যান, তা তো আমার জানা নেই। আদালতের অনুমতি ছাড়া কোনো সাজাপ্রাপ্ত আসামি তো বিদেশ যেতে পারেন না। তিনি চিকিৎসার জন্য যান, আর যে কারণেই যান, তাঁকে তো আদালতে বলতে হবে, দরখাস্ত দিতে হবে। সাজাপ্রাপ্ত আসামি এভাবে কোর্টের অগোচরে চলে যাবে—এটা তো আইনসিদ্ধ না।’ 

খালেদা জিয়াকে চিকিৎসার কারণে যেতে দেওয়া হয়নি কিন্তু হাজি সেলিম যেতে পারছেন কেন জানতে চাইলে তিনি বলেন, ‘তাঁকে সরকারও অনুমতি দিয়েছে বলে আমার মনে হয় না। সরকারও অনুমতি দেয়নি। তিনি গোপনে গিয়েছেন। এ বিষয়ে আমরা দুদকের পক্ষ থেকে আদালতের দৃষ্টি আকর্ষণ করব।’

সর্বসাধারণের শ্রদ্ধার জন্য উন্মুক্ত স্মৃতিসৌধের ফটক, আশপাশের সড়কে যান চলাচল শুরু

১৬ ডিসেম্বরের প্রত্যয়েই দেশ পুনর্নির্মাণের সুযোগ করে নিতে পেরেছি: আসিফ নজরুল

প্রতিপক্ষ পেছন দিক থেকে আঘাত করার অপচেষ্টা করছে: রিজওয়ানা হাসান

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে কুমিল্লায় আটক

হাদিকে হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হাদি সিঙ্গাপুরে, হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমনপীড়নের পুনরাবৃত্তি