হোম > অপরাধ > ঢাকা

মোবাইল কিনে না দেওয়ায় তরুণের আত্মহত্যা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোবাইল কিনে না দেওয়ায় বাবার ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক তরুণ। আজ বৃহস্পতিবার উপজেলার পাটগাঁতী ইউনিয়নের চিংগড়ী গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের নাম আকাশ মণ্ডল (১৮)। তিনি চিংগড়ী গ্রামের লক্ষণ মণ্ডলের ছেলে। পরিবারের সঙ্গে গ্রামে সনাতন ধর্মীয় অনুষ্ঠানে গান গাইতেন।

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তন্ময় মণ্ডল জানান, বেশ কিছুদিন ধরে আকাশ তাঁর বাবার কাছে একটি অ্যান্ড্রয়েড ফোন কিনে দেওয়ার জন্য বায়না করছিল। তাঁর বাবা ধান ওঠার পরে মোবাইল কিনে দেবেন বলেছিলেন। কিন্তু ছেলে অভিমান করে আজ বৃহস্পতিবার ভোরে বাড়ির পার্শ্ববর্তী বাগানের বরইগাছের ডালের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি