হোম > অপরাধ > ঢাকা

ব্যবসার টাকা নিয়ে বিরোধে রাজধানীতে খুন

প্রতিনিধি, ঢামেক

রাজধানীর উত্তর মুগদায় ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আহত নাসির মিয়া (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। 

নাসিরের ছেলে মো. রাজন জানান, তাঁদের বাড়ি কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলায়। পরিবারসহ উত্তর মুগদা ১৩৫ / ১ নম্বর বাড়িতে ভাড়া থাকেন। বাবা রিকশা চালাতেন। আবার কাঁচামালের ব্যবসাও করতেন। 

রাজন আরও জানান, গত কোরবানির ঈদে মুগদা এলাকার এক কসাইয়ের সঙ্গে পশু জবাইয়ের কাজ করেন নাসির। সেই কাজের সুবাদে আনুমানিক তিন হাজার টাকা ওই কসাইয়ের কাছে পাওনা ছিল তাঁর বাবার। সেই টাকা চাওয়াকে কেন্দ্র করেই গতকাল নাসিরের সঙ্গে ওই কসাইর বাগ্‌বিতণ্ডা হয়। এ নিয়ে গতকাল দুপুরে ও বিকেলে ওই কসাইর সহযোগী বাঘাসহ আরও বেশ কয়েকজন মিলে তাঁর বাবাকে মারধর করে। 

রাজন বলেন, রাতে আমিসহ আরও দশ-বারোজন মিলে এই ঘটনায় বিচার চাইতে যাই। সেখান থেকে ফেরার সময় বাঘার নির্দেশে স্থানীয় রিপন, রিপনের মা খুকি, খোকন, শামীমসহ বেশ কয়েকজন মিলে তাঁদেরকে মারধর করে। একপর্যায়ে রিপন তাঁর বাবাকে জাপটে ধরে নিতম্বে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যান। বাবাকে রাতেই রাজধানীর কয়েকটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কোথাও ভর্তি করতে পারিনি। পরে ধানমন্ডির ইউনিহেলথ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৬টার দিকে তিনি মারা যান। 

মুগদা থানার পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ পারভেজ জানান, টাকা-পয়সার লেনদেনকে কেন্দ্র করে মারামারির একপর্যায়ে ছুরিকাঘাতে আহত হন নাসির। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

তিনি জানান, এই ঘটনায় নাসিরের স্ত্রী ফরিদা বেগম বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেছেন। মামলায় খুকি নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন