হোম > অপরাধ > ঢাকা

স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে সহোদরকে কুপিয়ে হত্যা, বড় ভাইয়ের ফাঁসি

কিশোরগঞ্জ প্রতিনিধি

স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে আপন ছোট ভাইকে কুপিয়ে হত্যার দায়ে বড় ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার কিশোরগঞ্জ অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক শাম্মী হাসিনা পারভীন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। 

এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি (এপিপি) মো. হুমায়ুন কবির। তিনি জানান, ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন নজরুল ইসলাম বিপ্লব (৫০)। তিনি জেলার কটিয়াদী উপজেলার চান্দপুর কোনাপাড়া গ্রামের মো. নুরুজ্জামানের ছেলে। অন্যদিকে নিহত দণ্ডপ্রাপ্ত মাসুদ উদ জামান বিপ্লবের ছোট ভাই। 

আদালতের নথি ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, মাসুদ উদ জামান ও নজরুল ইসলাম বিপ্লব আপন ভাই। বড় ভাই বিপ্লব তাঁর স্ত্রী জেসমিনের সঙ্গে ছোট ভাই মাসুদের অনৈতিক সম্পর্ক আছে বলে সন্দেহ করতেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। ২০১৮ সালের ২০ এপ্রিল জুমার নামাজের পর মাসুদ খাওয়াদাওয়া করে ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর মাসুদের স্ত্রী নিপা বেগম তাঁদের মেয়ে জান্নাতুল ফেরদৌস তাকওয়াকে নিয়ে স্বামীর সঙ্গে একই বিছানায় শুয়ে পড়েন। ওই দিন বেলা সাড়ে ৩টার দিকে বড় ভাই নজরুল ইসলাম বিপ্লব দা নিয়ে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় ছোট ভাই মাসুদকে কোপাতে শুরু করেন। পরে গুরুতর আহত অবস্থায় মাসুদকে উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় নিহতের স্ত্রী নিপা বেগম বাদী হয়ে ২০১৮ সালের ২২ এপ্রিল কটিয়াদী মডেল থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১৮ সালের ৮ আগস্ট আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কটিয়াদী থানার তৎকালীন পরিদর্শক মো. নুর ইসলাম। আদালত মামলার ১৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ এই রায় ঘোষণা করেন। 

রাষ্ট্রপক্ষে সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মো. হুমায়ুন কবির ও বিবাদী পক্ষে লুৎফর রশিদ রানা মামলাটি পরিচালনা করেন।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা