হোম > অপরাধ > ঢাকা

ব্যবসায়ীকে হত্যার হুমকির সত্যতার পেয়েও অভিযুক্তদের ছেড়ে দিল পুলিশ

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

ব্যবসায়িক দ্বন্দ্বে প্রাণনাশের হুমকির ঘটনার সত্যতা পেয়েও অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে কালিহাতী থানা-পুলিশ। গতকাল শুক্রবার রাতে অভিযুক্ত এলেঙ্গা পৌরসভার রাজাবাড়ি এলাকার মোজাফর আলীর ছেলে অমিত হাসান (২৮) ও একই এলাকার বাবুল শিকদারের ছেলে শুভকে (২৫) ছেড়ে দেয় পুলিশ। 

এদিকে এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ঘড়িয়া এলাকার মিজানুর রহমানের ছেলে ব্যবসায়ী মশিউর রহমান সোহেল। 

জানা যায়, মাটির ব্যবসা সংক্রান্ত দ্বন্দ্বে গত বুধবার দুপুরে উপজেলার এলেঙ্গায় একটি টেলিকমের দোকানে এ ঘটনা ঘটে। ওই দোকানে ডেকে নিয়ে পুংলি এলাকায় কোনো ব্যবসা করলে জোরপূর্বক ওই দোকান থেকে ধারালো কাটার মেশিন নিয়ে প্রাণনাশের হুমকি দেয় ও দুই লাখ ৫০ হাজার টাকাও ছিনিয়ে নেয় বলে ওই দিন রাতে কালিহাতী থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরের দিন বৃহস্পতিবার বিকেলে এ বিষয়ে কালিহাতী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পুলিশ প্রশাসনের নিকট জীবনের নিরাপত্তা এবং অমিত ও শুভকে আইনের আওতায় আনার দাবি জানান সোহেল। 

ভুক্তভোগী সোহেল এ বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাণনাশের হুমকি ও ছিনতাইয়ের ঘটনায় সিসি টিভি ফুটেজ পাওয়ার পরও পুলিশ কী করে অভিযুক্তদের ছাড়তে পারে? তাহলে কী এ দেশে প্রাণনাশের হুমকি দেওয়া কোনো অপরাধ নয়?’ 

এ বিষয়ে অভিযোগটির তদন্ত কর্মকর্তা কালিহাতী থানার উপপরিদর্শক (এসআই) মো. রাজু আহমেদ বলেন, ‘প্রাণনাশের হুমকির ঘটনার সত্যতা পাওয়া গেলেও টাকা ছিনতাইয়ের কোনো সত্যতা পাওয়া যায়নি। হুমকির ঘটনাটি অধর্তব্য হওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া যায়নি। বাদী এ ঘটনায় জিডি করলে আদালতের অনুমতি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে।’ 

এ নিয়ে মোবাইলে কথা হয় কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমানের সঙ্গে। ওসি বলেন, ‘ইউএনও স্যার দু-পক্ষকেই সরকারি একটি প্রকল্পে মাটি ভরাট করতে বলেন। কিন্তু কেউই অংশীদারত্বে কাজ করতে রাজি নয়, এটি নিয়েই দ্বন্দ্ব। অভিযোগের শুধু হুমকির বিষয়ে সত্যতা পাওয়া গেছে, তবে আবার ওই পক্ষও একটি পাল্টা হুমকির অভিযোগ করেছেন।’ 

হুমকির বিষয়ে সত্যতা পাওয়ার পর কেন তাঁদেরকে ছাড়া হলো এমন প্রশ্ন করা হলে ওসি সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।

সাভারে সিলিন্ডার বিস্ফোরণে শিশু নিহত

যুগ্ম সচিবকে গাড়িতে জিম্মি করে ছয় লাখ টাকা দাবি করলেন চালক

বাসের ধাক্কায় লোহার গেট ভেঙে সিকিউরিটি গার্ড নিহত, রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগে ডিপো ইনচার্জ গ্রেপ্তার

চাঁদা না পেয়ে ডিশ-ইন্টারনেটের ব্যবসা দখল করতে যুবলীগ নেতাকে খুন—দাবি পরিবারের

হাদিকে গুলি: মূল আসামি ফয়সালকে মাইক্রোবাসে পালাতে সহায়তাকারী নুরুজ্জামান ৩ দিনের রিমান্ডে

নিরাপত্তা জোরদারে চেকপোস্ট বাড়াল ডিএমপি

মোহাম্মদপুরে মা–মেয়ে খুন: স্বামীর পর এবার গৃহকর্মী আয়েশার দায় স্বীকার

টাঙ্গাইলে দুই দিনে কুকুরের কামড়ে আহত ৪০

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

হাদির মস্তিষ্ক ছাড়া সব অঙ্গ সক্রিয়, স্থিতিশীল হওয়ার অপেক্ষা: ইনকিলাব মঞ্চ